For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কর্ণাটকের ফলাফলের পর মুখ খুললেন মোদী-শাহ, কী বললেন দুজনে

জনতার রায়ে অখুশি নন মোদী বা শাহ কেউই। মোদী যেমন রায় বেরোনোর পরে টুইট করে সকলকে কৃতজ্ঞতা জানিয়েছেন।

  • |
Google Oneindia Bengali News

কর্ণাটকে বিজেপির সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে উঠে আসার পিছনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহের মস্ত হাত রয়েছে। গতবছরে মাত্র ৪০টি আসনে বিজেপি জয়ী হয়েছিল। সেখান থেকে প্রচারের শেষ বেলায় ঝড় তোলেন মোদী। আর অমিত শাহ মাস দুয়েক ধরে কর্ণাটকে পড়ে ছিলেন। আনাচে-কানাচে চষে বেড়িয়েছেন। তারপরও একটুর জন্য ক্ষমতায় আসা হল না।

কর্ণাটকের ফলাফলের পর মুখ খুললেন মোদী-শাহ, কী বললেন দুজনে

যদিও জনতার রায়ে অখুশি নন মোদী বা শাহ কেউই। মোদী যেমন রায় বেরোনোর পরে টুইট করে সকলকে কৃতজ্ঞতা জানিয়েছেন। মোদী বলেছেন, কর্ণাটকের ভাই-বোনদের ধন্যবাদ। বিজেপির উন্নয়নের অ্যাজেন্ডাকে সমর্থন করে দলকে সবচেয়ে বেশি আসন পাওয়ানোর জন্য আমরা কৃতজ্ঞ। কর্ণাটকের বিজেপি কর্মকর্তাদের পরিশ্রমকেও আমি স্যালুট জানাই।

[আরও পড়ুন:নির্বাচনে জিতেও অখুশি বঙ্গ বিজেপি! এবার আর বিজয় মিছিল নয়, কেন এমন সিদ্ধান্ত][আরও পড়ুন:নির্বাচনে জিতেও অখুশি বঙ্গ বিজেপি! এবার আর বিজয় মিছিল নয়, কেন এমন সিদ্ধান্ত]

অমিত শাহ-ও টুইটে সকলকে ধন্যবাদ জানিয়েছেন। কর্ণাটকে বিজেপিকে জিতিয়ে সবচেয়ে বড় দল হিসাবে তুলে আনায় জনতাকে ধন্যবাদ। এই রায় বলে দিচ্ছে, জনতা কংগ্রেসের দুর্নীতি, পরিবারতান্ত্রিক রাজনীতি ও ভেদাভেদের রাজনীতিকে পুরোপুরি বর্জন করেছে।

শুধু কংগ্রেসকে আক্রমণ করাই নয়, অমিত শাহ কর্ণাটকের বিজেপি নেতা কর্মীদের ও ইয়েদুরাপ্পাকে ধন্যবাদ জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি প্রবল আস্থা সারা দেশের মতো কর্ণাটকও দেখিয়েছে বলে অমিত শাহ সকলকে ধন্যবাদ জানান।

[আরও পড়ুন:ফোনে বার্তা দেবেগৌড়াকে, মোদীকে রুখতে কংগ্রেসের হয়ে আসরে নামলেন মমতা ][আরও পড়ুন:ফোনে বার্তা দেবেগৌড়াকে, মোদীকে রুখতে কংগ্রেসের হয়ে আসরে নামলেন মমতা ]

English summary
PM Narendra Modi and BJP president Amit Shah congratulates party workers after Karnataka result
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X