For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এনআরসির ক্রেডিট চাইবেন না, ভোটব্যাঙ্কের তোয়াক্কা না করে এই হিম্মত কেবল মোদীই দেখিয়েছেন

কংগ্রেসের এনআরসির ক্রেডিট নিতে পারে না। সাফ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যসভায় রাষ্ট্রপতির জবাবি ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, অসমে এনআরসি নিয়ে উদ্যোগ নিয়েছিলেন প্রাক্তন প্রধানমন

Google Oneindia Bengali News

কংগ্রেসের এনআরসির ক্রেডিট নিতে পারে না। সংসদে সাফ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যসভায় রাষ্ট্রপতির জবাবি ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, অসমে এনআরসি নিয়ে উদ্যোগ নিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীই। তাঁর আমলেই স্বাক্ষরিত হয়েছিল চুক্তি। কিন্তু কংগ্রেস ভোটের ভয়ে তা লাগু করতে পারেনি। আমরা তা করে দেখিয়েছি।

এনআরসি করার হিম্মত দেখিয়েছি

এনআরসি করার হিম্মত দেখিয়েছি

নরেন্দ্র মোদী বলেন, আমরা ভোটের রাজনীতি করি না। এবং ভোটব্যাঙ্ক নিয়েও ভয় পাই না। তাই অসমে এনআরসি করার হিম্মত দেখিয়েছি। সুপ্রিম কোর্ট আমাদের নির্দেশ দিয়েছে, আমরা তা লাগু করেছি। হিম্মত আছে বলেই এনআরসি লাগু করে আমরা দেখিয়ে দিয়েছি। কংগ্রেস চুক্তি করেও তা করতে পারেনি। তাই ক্রেডিট নেওয়াও সাজে না কংগ্রেসের।

এনআরসি'র জন্য ক্রেডিট, কংগ্রেসকে তোপ

এনআরসি'র জন্য ক্রেডিট, কংগ্রেসকে তোপ

এদিন রাজ্যসভায় দাঁড়িয়ে কংগ্রেসকে একহাত নিয়ে মোদী বলেন, 'এনআরসি'র জন্য ক্রেডিট দাবি করবেন না? কেননা কংগ্রেস তা করতে পারেনি এত বছরেও। ৩০ বছর কেটে গিয়েছে। আমরা এনআরসি করে দেখিয়েছি, তাই এই ক্রেডিট তাদেরই প্রাপ্য। মোদী বলেন, আপনি ভোটব্যাঙ্কের কথাও ভাববেন, আবার ক্রেডিট নেবেন, তা হবে না।

জীব গান্ধী অসম চুক্তিতে এনআরসির সিদ্ধান্ত

জীব গান্ধী অসম চুক্তিতে এনআরসির সিদ্ধান্ত

মোদীর কথায়, রাজীব গান্ধী অসম চুক্তিতে এনআরসির সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। তারপর সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেছিল বিষয়টি। তারপরই সুপ্রিম কোর্ট আমাদের নির্দেশ দেয় এনআরসির বাস্তবায়ন করতে, আমরা তা করেছি। তাহলে কেন আপনি এ জন্য ক্রেডিট নেবেন? কংগ্রেসকে মোক্ষম জবাব ছুঁড়ে দেন নরেন্দ্র মোদী।

[আরও পড়ুন: ইভিএম নিয়ে কটাক্ষ! কংগ্রেসের আচরণ গণতন্ত্রের পক্ষে স্বাস্থ্যকর নয়, বললেন মোদী][আরও পড়ুন: ইভিএম নিয়ে কটাক্ষ! কংগ্রেসের আচরণ গণতন্ত্রের পক্ষে স্বাস্থ্যকর নয়, বললেন মোদী]

[আরও পড়ুন:ঝাড়খণ্ডের ঘটনায় আমি বেদনাহত, কিন্তু তার জন্য গোটা রাজ্য দায়ী নয়, সংসদে বললেন মোদী][আরও পড়ুন:ঝাড়খণ্ডের ঘটনায় আমি বেদনাহত, কিন্তু তার জন্য গোটা রাজ্য দায়ী নয়, সংসদে বললেন মোদী]

English summary
PM Narendra Modi asked Congress if they will not take credit for NRC. Modi government only can take credit after SC order,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X