For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী বাসনও মেজেছেন সঙ্ঘের প্রচারক থাকাকালীন! এ এক অজানা কাহিনি

কৈশোরে চা বিক্রি করেছেন, বাবাকে সাহায্য করার জন্য ক্যান্টিনে বয়ের কাজও করেছেন। কিন্তু সঙ্ঘের প্রচারক থাকার সময় তাঁকে বাসন মাজতে হয়েছে- এমনটা শুনেছেন কি।

Google Oneindia Bengali News

কৈশোরে চা বিক্রি করেছেন, বাবাকে সাহায্য করার জন্য ক্যান্টিনে বয়ের কাজও করেছেন। কিন্তু সঙ্ঘের প্রচারক থাকার সময় তাঁকে বাসন মাজতে হয়েছে- এমনটা শুনেছেন কি। যদি না জানেন, তবে জেনে নিন- মোদী আরএসএসের প্রচারক থাকাকালীন বাসন মেজেছেন নিজে হাতে। বুধবার একান্ত সাক্ষাৎকারে তিনি এ কথা জানিয়েছেন।

সঙ্ঘের প্রচারক থাকাকালীন বাসনও মেজেছেন মোদী

তাঁর এই চা বিক্রেতা ইমেজকে কাজে লাগিয়ে তিনি ক্ষমতায় বলিষ্ঠ হয়েছেন। আবার কংগ্রেস-সহ বিরোধীরা প্রধানমন্ত্রীর চা বিক্রি নিয়ে খোটা দিতে ভোলেন না। সেসব তুড়ি মেড়ে উড়িয়ে মোদী এবার জানিয়ে দিলেন তিনি বাসনও মেজেছেন। স্বেচ্ছাসেবী হিসেবে বাল্যকাল থেকেই তিনি আরএসএসের সঙ্গে যুক্ত।

তারপর তাঁর উত্তরণ হয়েছে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের প্রচারক হিসেবে। কিন্তু প্রচারক হওয়ার পরও তিনি নিজে হাতে বাসন মেজেছেন। একান্ত সাক্ষাৎকারে একেবারে অন্য মেজাজে ধরা দিয়ে মোদী বললেন সে কথা। হিউম্যানস অফ বম্বে নামে এক জনপ্রিয় ফেসবুক পেজে তিনি সাক্ষাৎকার দেন।

সেখানেই উঠে আসে মোদীর জীবনের অনেক অজানা কথা। তাঁর জঙ্গলে সময় কাটানো থেকে বাসন মেজে কৃচ্ছসাধন করার কাহিনি। তিনি বলেন, হিমালয় থেকে ফেরার পরই মনে হয়েছিল জীবন সমাজের সেবার জন্য নিয়োজিত করতে হবে। তাই জঙ্গল থেকে ফেরার পর আমি আমেদাবাদে চলে গিয়েছিলাম।

তারপর সেখানে গিয়েই আরএসএসের প্রচারক হয়ে গেলাম। আরএসএসের অফিসে আমি সতীর্থদের জন্য নিজে হাতে চা করেছি। বাসন মেজেছি। তিনি বলেন হিমালয়ে থাকার সময় অভ্যাসে কিছুটা বদল ঘটেছিল। তাই ভারসাম্য টিক রাখতেই তিনি জঙ্গলমহলে যেতেন। স্বাভাবিক দিনযাপন থেকে একেবারে অন্যভাবে কাটত সেই সময়। পাঁচ-সাত দিন সব কিছু থেকে বিরতি।

English summary
PM Narendra Modi admits he cleaned utensils when he was RSS Preacher. PM informs this type of tales in interviews on a facebook page.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X