For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জালিয়ানওয়ালাবাঘের বর্ষপূর্তিতে কংগ্রেসের মুখ্যমন্ত্রীর বয়কট নিয়ে প্রশ্ন মোদীর, সরগরম প্রচার মঞ্চ

কাঠুয়া কয়েক মাস আগে খবরের শিরোনামে এসেছিল এক অমানবিক ধর্ষণকে কেন্দ্র করে। আজ সেখানেই দলীয় প্রচারে পৌঁছন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

  • |
Google Oneindia Bengali News

কাঠুয়া কয়েক মাস আগে খবরের শিরোনামে এসেছিল এক অমানবিক ধর্ষণকে কেন্দ্র করে। আজ সেখানেই দলীয় প্রচারে পৌঁছন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাঠুয়ায় বিজেপির ভোট প্রচারের মঞ্চ থেকে এদিন একাধিক ইস্যুতে কংগ্রেসকে তোপ দাগেন মোদী। তার মধ্যে অন্যতম ছিল জালিয়ানওয়ালাবাঘের ১০০ বছরপূর্তি ইস্যু।

মোদীর প্রশ্ন

মোদীর প্রশ্ন

এদিনের সভামঞ্চ থেকে নরেন্দ্র মোদী প্রশ্ন তোলেন, কেন পাঞ্জাবের কংগ্রেস মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং জালিয়ানওয়ালাবাঘের ১০০ তম বর্ষের সরকারী অনুষ্ঠান বয়কট করেছিলেন? আর এর জবাবে মোদীর দাবি , রাষ্ট্রভক্তির থেকেও এখন দেশের একটি বিশেষ পরিবারের প্রতি অমরিন্দর সিং এর ভক্তি বেশি হয়ে যাওয়াতেই এমনটা হয়েছে।

অমরিন্দরকে নিয়ে মোদীর দাবি

অমরিন্দরকে নিয়ে মোদীর দাবি

এদিনের সভামঞ্চ থেকে মোদী দাবি করেন, তিনি বহুদিন ধরেই ক্যাপ্টেন অমরিন্দর সিংকে দেখছেন। তাঁর দেশপ্রেম নিয়ে কোনও সন্দেহ নেই। তবে যেভাবে তিনি একটি পরিবারনন্ত্রের শিকার, তা উদ্বেগজনক বলে দাবি করেন মোদী।

[আরও পড়ুন: মোদী ফের প্রধানমন্ত্রী হলে কে হবেন স্বরাষ্ট্রমন্ত্রী! ভবিষ্যতবাণী করলেন মমতা ঘনিষ্ঠ নেতা][আরও পড়ুন: মোদী ফের প্রধানমন্ত্রী হলে কে হবেন স্বরাষ্ট্রমন্ত্রী! ভবিষ্যতবাণী করলেন মমতা ঘনিষ্ঠ নেতা]

বিজেপির ভোট

এদিনের সভামঞ্চ থেকে বিজেপির এই দাপুটে নেতার দাবি, জালিয়ানওয়ালাবাঘ নিয়ে রাজনীতি করছে কংগ্রেস। আর এর জবাব দেবে মানুষ। ঠিক যেমন প্রথম দফার ভোটে কাশ্মীরে ভোটদান প্রক্রিয়ায় যোগ দিয়ে জঙ্গিদের জবাব দিয়েছেন এলাকার মানুষ।

[আরও পড়ুন: জঙ্গিদের সঙ্গে 'ইলু ইলু' করছে কংগ্রেস! বিজয় সংকল্প যাত্রা থেকে তোপ অমিতের ][আরও পড়ুন: জঙ্গিদের সঙ্গে 'ইলু ইলু' করছে কংগ্রেস! বিজয় সংকল্প যাত্রা থেকে তোপ অমিতের ]

English summary
PM Narendra Modi Addresses Rally in Kathua, attacks congress on Jallianwala bagh issue
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X