For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইরফানের প্রয়াণে শোকপ্রকাশ মোদী-মমতার! অভিনেতাকে নিয়ে কী বললেন তাঁরা?

Google Oneindia Bengali News

দেশের অসংখ্য চলচ্চিত্রপ্রেমীকে কাঁদিয়ে চলে গেলেন ইরফান খান। কোলনে সংক্রমণের কারণে মঙ্গলবার রাতেই মুম্বইয়ের কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতাকে। তাঁর মৃত্যুর খবর প্রকাশ হতেই ভেঙে পড়ে সিনেমা জগৎ থেকে রাজনৈতিক আঙিনায় থাকা মানুষের মন। তাঁকে শ্রদ্ধা জানিয়ে একের পর এক টুইট করতে থাকেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া থেকে রাহুল গান্ধী। টুইটে দুঃখপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

ইরফানের প্রয়াণে শওক প্রকাশ মমতার

এক টুইট বার্তায় এদিন মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, 'ইরফান খান প্রয়াত হওয়ার খবরে আমি খুব দুঃখ পেয়েছি। তিনি চলে গিয়েছেন, তবে তাঁর পিছনে রয়ে গিয়েছে তাঁর অসংখ্যা কাজ। পরবর্তী প্রজন্ম তাঁকে এই দিয়েই মনে রাখবে। আমার এখন মনে আছে কয়েক বছর আগে কলকাতায় তাঁর সঙ্গে আমার দেখা হয়েছিল। আমি তাঁর আত্মার শান্তি কামনা করছি। তাঁর সহকর্মী ও পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।'

ইরফানের মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদীর

এদিকে টুইট বার্তায় ইরফানের আত্মার শান্তি কামনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এদিন তিনি লেখেন, 'ইরফান খানের মৃত্যু সিনেমা জগতের জন্য এক বিশাল বড় ধাক্কা। চিরকাল তাঁর সিনেমা ও কাজ লোকে মনে রাখবে। তাঁর সহকর্মী ও পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আমি তাঁর আত্মার শান্তি কামনা করছি।'

শোকপ্রকাশ রাহুল গান্ধীরও

এছাড়া এদিন ইরফানের মৃত্যু শোকপ্রকাশ করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। এক টুইঠ বার্তায় তিনি লেখেন, 'আমি ইরফানের মৃত্যু সংবাদ পেলাম। আমি খুবই দুঃখিত এই খবরটা পেয়ে। খুবই প্রতিভাবান অভিনেতা ছিলেন ইরফান। ভারতের ও বিশঅবে সিনেমার ক্ষেত্রে এক বিশাল ব্র্যান্ড ছিলেন তিনি। আমি তাঁর আত্মার শান্তি কামনা করছি ও তাঁর পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রইল।'

ইরফানের জয়পুর থেকে মুম্বইয়ের সফর

ইরফানের জয়পুর থেকে মুম্বইয়ের সফর

জয়পুর থেকে মুম্বইয়ের সফরটা সহজ ছিল না ইরফানের। যেমনটা সহজ হয়নি শেষদিনেও। বিরল টিউমারে আক্রান্ত হয়ে লড়াই চালিয়েছেন। অসীম মনের জোর নিয়ে ফিরে এসে অভিনয়ে যোগ দিয়েছিলেন। কিন্তু তারপরেও শেষ রক্ষা হল না। বুধবার মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে মারা যান অভিনেতা ইরফান খান। বলিউড হারাল আরও এক দক্ষ অভিনেতাকে।

শেষ পর্যন্ত লড়াই করে গিয়েছেন ইরফান

শেষ পর্যন্ত লড়াই করে গিয়েছেন ইরফান

বিদেশে চিকিৎসা করিয়ে সুস্থ হয়ে লন্ডন থেকে ফিরে এসে সিনেমাও করেন ইরফান। তাঁর সাম্প্রতিকতম ছবি ইংলিশ মিডিয়াম-২ মুক্তি পেয়েছে। অভিনেতার প্রয়ানে বলিউডে শোকের ছায়া। ইরফানের দুই পুত্রও রয়েছে বাবলি ও আয়ান। গত শনিবারই মারা গিয়েছেন ইরফানের মা। তাঁর শেষ কৃত্যে জয়পুরে যেতে পারেননি ইরফান। ভিডিও কনফারেন্সেই মায়ের জন্য প্রার্থনা করেছিলেন তিনি।

English summary
PM Narednra Modi and WB CM Mamata Banerjee tweet after Irrfan Khan's death
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X