For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী-জিনপিং একসঙ্গে কাটালেন ৫ ঘণ্টা. অনেক ফলপ্রসূ আলোচনার বার্তা বিদেশমন্ত্রকের

  • |
Google Oneindia Bengali News

কাশ্মীর থেকে ৩৭০ ধারা ভারত তুলে নেওয়ার পর আন্তর্জাতিক আঙিনায় পাকিস্তানকে কার্যত খোলাখুলি সমর্থন করেছিল চিন। রাষ্ট্রসংঘের বৈঠকে কাশ্মীর ইস্যু নিয়ে বেজিং-এর অবস্থানও কার্যত তা স্পষ্ট করে দিয়েছিল সেই সময়।এরপর লাদাখ সীমান্তে ভারতীয় সেনা ও চিন সেনার মধ্যে উত্তেজনার খবরও প্রকাশ্যে আসে। আর এমন এক আবহে কাশ্মীর ইস্যুকে 'ব্যাকড্রপে' রেখে চিনের রাষ্ট্রপ্রধান শি জিনপিং এর ভারত সফর আজ। তাঁকে স্বাগত জানাতে এদিন চেন্নাইতে পৌঁছে যাচ্ছেন এদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সবমিলিয়ে দুই রাষ্ট্রনেতার হাইভোল্টেজ বৈঠক ঘিরে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছে।

LIVE মোদী-জিনপিং সাক্ষাৎ : ডাবের জলে তৃষ্ণা মিটিয়ে নৃত্যানুষ্ঠান দেখলেন দুই রাষ্ট্রপ্রধান

Newest First Oldest First
11:41 PM, 11 Oct

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চিনের রাষ্ট্রপতি শি জিনপিং একসঙ্গে কাটিয়েছেন প্রায় ৫ ঘন্টা সময় এবং অনেক ফলপ্রসূ আলোচনা হয়েছে।
11:15 PM, 11 Oct

মহাবলিপুরমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারা চিনা রাষ্ট্রপতি শি জিনপিংয়ের জন্য নৈশভোজের মেনু।
11:12 PM, 11 Oct

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চিনের রাষ্ট্রপতি শি জিনপিং মহাবলিপুরমের শোর মন্দিরে সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চ থেকে ফিরছেন
9:24 PM, 11 Oct

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চিনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের ডিনার মহাবলিপুরমে। তাঁদের কথোপকোথন দু'ঘন্টা ধরে অব্যাহত ছিল।
7:53 PM, 11 Oct

চিনের রাষ্ট্রপতি শি জিনপিংকে উপঢৌকন তুলে দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
7:25 PM, 11 Oct

সন্ধ্যায় একসঙ্গে পাশাপাশি বসে ভারতীয় নৃত্যকলা উপভোগ করলেন শি জিনপিং, সঙ্গী নরেন্দ্র মোদী।
6:28 PM, 11 Oct

অন্ধকার নামতেই অপরূপ শোভা দেখা গেল মহাবলীপুরমের মন্দিরের। এখানেই রাতে নৈশভোজ সারবেন মোদী-জিনপিং। চিনের রাষ্ট্রপতির জন্য রয়েছে দক্ষিণ ভারতীয় নানা সুস্বাদু পদের আয়োজন।
6:12 PM, 11 Oct

মহাবলীপুরমের স্থাপত্য ঘুরে দেখে আলোচনার ফাঁকে ডাবের জলে তৃষ্ণা নিবারণ দুই রাষ্ট্রনেতার।
5:21 PM, 11 Oct

মহাবলীপুরমের সহস্রাব্দ প্রাচীন স্থাপত্যের সঙ্গে চিনা রাষ্ট্রপতির পরিচয় করিয়ে দিলেন প্রধানমন্ত্রী মোদী।
5:19 PM, 11 Oct

এসে পৌঁছলেন চিনের রাষ্ট্রপতি শি জিনপিংও। তাঁকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী।
5:19 PM, 11 Oct

মহাবলীপুরমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
4:35 PM, 11 Oct

মহাবলীপুরমের উদ্দেশে যাত্রা প্রেসিডেন্ট জিনপিং রওনা হলেন। সেখানের মামাল্লাপুরমে অপেক্ষারত নরেন্দ্র মোদী।
3:33 PM, 11 Oct

চেন্নাইয়ের আইটিসি গ্র্যান্ড চোলা হোটেল পৌঁছলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং।
2:37 PM, 11 Oct

চিনের প্রেসিডেন্ট শি জিনপিংকে স্বাগত জানালেন তামিলনাড়ুর রাজ্যপাল বনওয়ারি লাল পুরোহিত।
2:36 PM, 11 Oct

চেন্নাই বিমানবন্দরে জিনপিংকে স্বাগত জানাতে হাজির বহু শিল্পী।
1:56 PM, 11 Oct

চেন্নাই বিমানবন্দরে এসে পৌঁছলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং।
1:30 PM, 11 Oct

জিনপিং কে স্বাগত জানাতে ধীরে ধীরে সেজে উঠছে তামিলনাড়ু। চেন্নাই থেকে মহাবলীপুরমের পথে কড়া নিরাপত্তার জাল প্রশাসনের।
1:29 PM, 11 Oct

তাজ ফিশারমেন কোভ রিসর্টে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
12:43 PM, 11 Oct

তামিলনাড়ুর থিরুভিদন্ত গ্রামে পৌঁছে গিয়েছেন নরেন্দ্র মোদী। সেখান থেকে তিনি যাবেন তাজ ফিশারমেন কোভ রিসর্টে।
11:39 AM, 11 Oct

জিনপিং-এর সঙ্গে বৈঠকের জন্য চেন্নাই পৌঁছলেন নরেন্দ্র মোদী। তাঁকে সেখানে স্বাগত জানাতে পৌঁছে যান তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পলানীস্বামী।
9:31 AM, 11 Oct

চিনের রাষ্ট্রপতির জন্য আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠানসূচির। এরপরই দুই দেশের রাষ্ট্রনেতাদের মধ্যে শুরু হবে বৈঠক।
9:30 AM, 11 Oct

বিকেল পাঁচটা নাগাদ চিনের রাষ্ট্রনেতাকে লাল কার্পেট-অভ্যর্থনা জানানো হবে মহাবলীপুরমে। সেজন্য রাজ্য ও কেন্দ্র সরকার আয়োজনের কোনও ত্রুটি রাখেনি।
9:22 AM, 11 Oct

জিনপিং কে স্বাগত জানাতে এদিন কেরল থেকে বিশেষ বাদকরা এসে পৌঁছেছেন তামিলনাড়ুতে।
8:23 AM, 11 Oct

চিন ও ভারতের রাষ্ট্রনেতাদের বৈঠক ঘিরে ধীরে ধীরে সেজে উঠছে চেন্নাইয়ের মন্দির শহর। রয়েছে কড়া নিরাপত্তার ব্যবস্থা। নিরাপত্তায় মোতায়েন রয়েছে ভারতীয় নৌসেনাও।
8:22 AM, 11 Oct

শি জিনপিংকে স্বাগত জাানাতে সেজে উঠছে তামিলনাড়ু। সেই ছবি ধরাও পড়েছে ক্যামেরায়।
8:20 AM, 11 Oct

মামাল্লাপুরমের শোরে মন্দির সংলগ্ন এলাকায় দুই রাষ্ট্রপ্রধান এদিন বৈঠকে বসতে চলেছেন। সেখানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপত্য প্রথমে জিনপিংকে সঙ্গে নিয়ে দেখাতে চলেছেন প্রধানমন্ত্রী।
8:18 AM, 11 Oct

চেন্নাইয়ের মন্দিরের শহর নামে খ্যাত মহাবলীপুরমের মামাল্লাপুরমে আজ আয়োজিত হচ্ছে নরেন্দ্র মোদী ও শি জিনপিং এর বৈঠক। চেন্নাই থেকে মামাল্লাপুরমের রাস্তা ধরে ইতিমধ্যেই কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। বসানো হয়েছে অন্তত ৫০০ টি সিসিটিভি ক্যামেরা।
8:15 AM, 11 Oct

প্রসঙ্গত, ডোকলামে ৭৩ দিন ধরে চলা ইন্দো-চিন সেনার মধ্যে উত্তেজনার পর চিনের ইউহানে দুই দেশের রাষ্ট্রনেতাদের মধ্যে প্রথম সাক্ষাৎ হয়। ২০১৮ সালের সেই সময় প্রধানমন্ত্রী মোদী গিয়েছিলেন চিন সফরে। এরপর আজ চিনের প্রেসিডেন্ট শি জিংপিং আসছেন ভারতে। ফলে স্বভাবতই এই বৈঠক আলাদা মাত্রা পেতে চলেছে এদেশের কূটনৈতিক মানচিত্রে।
8:12 AM, 11 Oct

একদিকে , কাশ্মীর ইস্যু, অন্যদিকে ভারতীয় জলসীমায় চিনের নজরদারি সম্পর্কে গোয়েন্দাদের হাতে আসা একাধিক তথ্য। এমন এক পরিস্থিতিতে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক সমীকরণে আজ মোদী জিংপিং বৈঠক রীতিমত তাৎপর্য পেতে চলেছে।

English summary
he summit in the ancient coastal town in southern India will take place in the backdrop of China's growing trade friction with the US. Both leaders are likely to explore ways of expanding trade and business ties. India is expected to raise the issue of ballooning trade deficit in China's favour, the sources said.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X