For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'মোদী জিতেছেন কারণ ভোটাররা অন্য কোনও যোগ্য নেতাকে পাননি', বললেন অভিজিৎ

সরকারী নীতির ফলে নির্বাচনী জয় হতে পারে, এমন তত্ত্ব মানতে রাজি নন নোবেলজয়ী অর্থনীতিবিদ। এক বেসরকারি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে নোবেলজয়ী এই বাঙালি অর্থনীতিবিদ ফের একবার মোদী সরকারকে নিয়ে মুখ খোলেন।

  • |
Google Oneindia Bengali News

সরকারী নীতির ফলে নির্বাচনী জয় হতে পারে, এমন তত্ত্ব মানতে রাজি নন নোবেলজয়ী অর্থনীতিবিদ। এক বেসরকারি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে নোবেলজয়ী এই বাঙালি অর্থনীতিবিদ ফের একবার মোদী সরকারকে নিয়ে মুখ খোলেন। মূলত, বেশ কয়েকদিন ধরেই অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বাম বনাম গেরুয়া শিবিরের একটি প্রচ্ছন্ন দ্বন্দ্ব উঠে আসতে থাকে। আর তা উঠে আসে ভারতের সাম্প্রতিক অর্থনৈতিক অবস্থা নিয়ে অভিজিৎ বন্দ্য়োপাধ্যায়ের সমালোচনার পর থেকেই।

মোদী সরকারকে নিয়ে অভিজিৎ বন্দ্যোপাধ্যয়ের বক্তব্য

মোদী সরকারকে নিয়ে অভিজিৎ বন্দ্যোপাধ্যয়ের বক্তব্য

এক বেসরকারি চ্যানেলের সাক্ষাৎকারে অভিজিৎ বন্দ্যোপাধ্য়ায় বলেন, 'আমার মনে হয়, যেকোনও সরকার ১০০ টা জিনিস করে, আর মানুষকে তার প্রেক্ষিতেই ভোট দিতে হয়। মানুষ মোদিকে ভোট দিয়েছেন কারণ আর কোনও জনপ্রিয় নেতা ভোটারদের কাছে অপশন হিসাবে ছিলেন না। আর কোনও নেতা ভোটের যোগ্য ছিলেন না মানুষর কাছে। ' তিনি বলেন,এই কৃতিত্ব তিনি মোদীকে দিতে রাজি বলে জানান অভিজিৎ।

 মোদীর জয়ের তত্ত্ব নিয়ে অভিজিৎ

মোদীর জয়ের তত্ত্ব নিয়ে অভিজিৎ

ওই সাক্ষাৎকারে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, মোদীর জয় মানেই এটা ঠিক নয় যে মোদীর নেওয়া সমস্ত সিদ্ধান্ত সঠিক। অভিজিতের দাবি, মানুষের কাছে কোনও অপশন ছিল না। অভিজিৎ বলেন, একটাই সুযোগ ছিল মানুষের কাছে 'হয় মোদী নয়তো মোদী নয়'।

ন্যায় নিয়ে কী জানিয়েছেন অভিজিৎ

ন্যায় নিয়ে কী জানিয়েছেন অভিজিৎ

উল্লেখ্য, কয়েকদিন আগেই ন্যায় স্কিম নিয়ে কেন্দ্রীয় বিজেপিমন্ত্রী পীযূষ গোয়েল বলেন, কংগ্রেসের প্রস্তাবিত 'ন্যায়' স্কিমকে মানুষ প্রত্যাখ্যান করেছেন। আর তার নেপথ্যে ছিলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে অভিজিৎ জানান, 'ন্যায়তে শুধুমাত্র স্কিম ডিজাইন আমি করেছি।' তিনি জানান, 'ন্যায়' মূলত একটি ভাবধারা।

বিরোদী শক্তি ও অভিজিৎ

বিরোদী শক্তি ও অভিজিৎ

অভিজিৎ জানান, দেশে বিরোধী হিসাবে কংগ্রেস অনেকটাই ক্ষীণ।আরও জোরালো বিরোধী শক্তি এই মুহূর্তে দেশে প্রয়োজন। যা দেশের গণতন্ত্রের জন্য ভালো হবে।

পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিতে শুরু করল ভারতীয় সেনা ! কাশ্মীর থেকে তুমুল গোলাবর্ষণপাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিতে শুরু করল ভারতীয় সেনা ! কাশ্মীর থেকে তুমুল গোলাবর্ষণ

English summary
PM Modi Won as Voters Felt No Other Leader Was Worth Electing says Nobel winner Abhijit Banerjee .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X