For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রতিরক্ষা চুক্তি থেকে নানা ইস্যু, পুতিনের ভারত সফরের দিকে নজর সকলের

বৃহস্পতিবার রাতেই ভারতে পৌঁছে গিয়েছেন পুতিন।

  • |
Google Oneindia Bengali News

একদিকে যখন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ক্রমশ আরও উন্নততর হচ্ছে, সেই প্রেক্ষাপটে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুইদিনের ভারত সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার রাতেই ভারতে পৌঁছে গিয়েছেন পুতিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে তাঁকে অভ্যর্থনা জানান। বার্ষিক ভারত-রাশিয়া বৈঠকের খাতিরেই পুতিনের ভারত সফর বলে জানা গিয়েছে।

পুতিনের ভারত সফরের দিকে নজর সকলের

এই দ্বিপাক্ষিক সফরের মাঝে ভারত-রাশিয়া এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম ডিল সই করতে পারে। এছাড়াও মহাকাশ গবেষণা ও শক্তি নির্ভর আরও কয়েকটি চুক্তি হতে পারে।

বৃহস্পতিবার রাতে দিল্লি বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বিদেশমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে প্রধানমন্ত্রী বাসভবনে মোদী-পুতিন সাক্ষাৎ হয়। তাঁর আগেই অবশ্য স্যোশাল মিডিয়ায় মোদী অভ্যর্থনা জানান রাশিয়ার প্রেসিডেন্টকে। দুই দেশের মৈত্রীর বার্তাও দেন। রাতে দুজনে একসঙ্গে নৈশভোজও সারেন।

পুতিনের ভারত সফরের আগে সেদেশের মুখপাত্র জানান, দুই রাষ্ট্রপ্রধান ২০টির বেশি চুক্তিতে সই করতে পারেন। যার মধ্যে রয়েছে প্রতিরক্ষা, মহাকাশ, বাণিজ্য, শক্তি, পর্যটন ও অন্যান্য ক্ষেত্র। এদিন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গেও সাক্ষাৎ করার কথা ভ্লাদিমির পুতিনের।

English summary
PM Modi welcomes Putin, Russia and India are expected to sign more than 20 documents
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X