For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Ganga Vilas: বারাণসী থেকে বাংলাদেশ হয়ে সোজা ডিব্রুগড়, বিশ্বের দীর্ঘতম লাক্সারি ক্রুজের উদ্বোধনে মোদী

Ganga Vilas: বিশ্বের দীর্ঘতম লাক্সারি ক্রুজ চলবে গঙ্গায়বক্ষে, আজ উদ্বোধনে প্রধানমন্ত্রী মোদী

Google Oneindia Bengali News

বিশ্বের দীর্ঘতম বিলাসবহুল ক্রুজ চলবে এবার গঙ্গায়। সেই ক্রুজে বসেই দেখা যাবে বারাণসীর গঙ্গা আরতি। আজই এই বিলাসবহুল তরীর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকাল থেকেই তার তোরজোর শুরু হয়ে গিয়েছে। ফুল দিয়ে সাজিয়ে ফেলা হয়েছে সেই ক্রুজটিকে। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুরক্ষার কারণে।

বিশ্বের দীর্ঘতম লাক্সারি ক্রুজ

বিশ্বের দীর্ঘতম লাক্সারি ক্রুজ

বিশ্বের দীর্ঘতম রিভার ক্রুজ গঙ্গা বিলাস। আজ থেকে যাত্রা শুরু করবে বারাণসী েথকে। গঙ্গা বিলাস নাম এই রিভার ক্রুজের। বিলাস বহুল এই ক্রজ বিশ্বের দীর্ঘতম। উত্তর প্রদেশের বারাণসী থেকে যাত্রা শুরু করবে এই রিভার ক্রুজটি। বাংলাদেশ হয়ে পৌঁছে যাবে অসমের ডিব্রুগড়ে। ইতিমধ্যেই এটি পৌঁছে গিয়েছে বারাণসীতে। প্রধানমন্ত্রী ফ্ল্যাগ অফ করার সঙ্গে সঙ্গে এটি যাত্রা শুরু করবে। ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে িরভার ক্রুজটি। গতকাল থেকেই রিভার ক্রুজটিকে দেখার জন্য কৌতুহলী মানুষ ভিড় করছেন গঙ্গার পাড়ে।

কী আছে গঙ্গা বিলাসে

কী আছে গঙ্গা বিলাসে

আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে গঙ্গা বিলাসের যাত্রার সূচনা করবেন প্রধানমন্ত্রী মোদী। বিপুল টাকা খরচ করে তৈরি করা হয়েছে বিশ্বের এই দীর্ঘতম রিভার ক্রুজটি। বারাণসীর গঙ্গা ঘাট থেকে যাত্রা শুরু করে বাংলাদেশ হয়ে আসমের ডিব্রুগড়ে পৌঁছবে এটি। মোট ৫১ দিনের সফর। আজ থেকে বারাণসীতে যাত্রা শুরু করলে আগামী ১ মার্চ এটি অসমের ডিব্রুগড়ে পৌঁছবে। মূলত পর্যটকদের কথা মাথায় রেখেই এই বিলাসবহুল রিভার ক্রুজটি তৈরি করা হয়েছে। জলপথে মোট ৩২০০ কিলোমিটার পথ অতিক্রম করবে এই রিভার ক্রুজটি।

 টিকিটের দাম কত

টিকিটের দাম কত

গঙ্গাবঙ্গে পাঁচ তারা হোটেলের সুবিধা যুক্ত এই রিভার ক্রুজের প্রতিরাতের ভাড়াও কিন্তু কম। নয় প্রতিরাতের জন্য জন প্রতি খরচ করতে হবে ২৫,০০০ টাকা। অনলাইনেই টিকিট বুক করতে পারবেন যাত্রীরা। দুটি বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে এই রিভার ক্রুজটি চালাচ্ছে কেন্দ্রীয় সরকরা। পাঁচ তারা হোটেলের মতই সুযোগ সুবিধা রয়েছে এই বিলাসবহুল রিভার ক্রুজে। মূলত বিদেশি পর্যটকদের কথা মাথায় রেখেই এই রিভার ক্রুজটি তৈরি করা হয়েছে।

কোন কোন পথে সফর

কোন কোন পথে সফর

বারাণসীর গঙ্গা আরতি দেখে যাত্রা শুরু করবে এই রিভার ক্রুজটি। কাজিরাঙার অভয়ারণ্যের মধ্য দিয়ে গিয়ে বাংলাদেশের সুন্দরবনের ব-দ্বীপের মধ্যে দিয়ে যাবে এই রিভার ক্রুজটি। ২৭টি নদীপথ হয়ে ৫০টি পর্যটন কেন্দ্র ঘুরবে এই রিভার ক্রুজটি। বিলাস বহুল রিভার ক্রুজের পাশাপাশি এদিন বারাণসীতে টেন্ট সিটির উদ্বোধনও করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গঙ্গার পাড়ে ২০০টি টেন্ট নিয়ে তৈরি করা হয়েছে এই টেন্ট সিটি। এখান থেকে সরাসরি গঙ্গা আরতি দেখা যাবে। মূলক বিদেশি পর্যটকদের কথা মাথায় রেখেই এটি তৈরি করা হয়েছে। গুজরাতের কচ্ছেও এরকম টেন্ট সিটি রয়েছে।

Weather update: পৌষের শেষ বেলায় মেঘে ঢেকেছে আকাশ, সংক্রান্তি কাটতেই আবহাওয়া বদল নিয়ে বড় খবর শোনাল হাওয়া অফিসWeather update: পৌষের শেষ বেলায় মেঘে ঢেকেছে আকাশ, সংক্রান্তি কাটতেই আবহাওয়া বদল নিয়ে বড় খবর শোনাল হাওয়া অফিস

English summary
PM Modi will flag off longest Luxury Cruise from Varanasi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X