For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কৃষক ও ব্যবসায়ীদের জন্য পেনশন! প্রকল্পের উদ্বোধনে ঝাড়খণ্ডে মোদী

  • |
Google Oneindia Bengali News

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঝাড়খণ্ড যাওয়ার কথা রয়েছে। সেখানে তিনি প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনার সূচনা করবেন। সারা দেশব্যাপী কৃষকরা
এই প্রকল্পের সুবিধা পাবেন।

কৃষকদের জন্য সামাজিক সুরক্ষা প্রকল্প

কৃষকদের জন্য সামাজিক সুরক্ষা প্রকল্প

কৃষকদের জন্য সামাজিক সুরক্ষা প্রকল্পের বন্দোবস্ত করতে চলেছে বিজেপি নেতৃত্বাধীন মোদী ২ সরকার। প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনায় কৃষকদের জন্য পেনশন চালু করা হবে। এই প্রকল্পে দু হেক্টর জমি আছে এমন কৃষক, যাঁদের বয়স ১৮ থেকে ৪০ বছর তাঁরা এই প্রকল্পের অন্তর্ভুক্ত হবেন। বয়স ৬০ বছর হলে মাসে ৩ হাজার টাকা করে পেনশন পাবেন তারা।

ব্যবসায়ীদের জন্য সামাজিক সুরক্ষা প্রকল্প

ব্যবসায়ীদের জন্য সামাজিক সুরক্ষা প্রকল্প

এছাড়াও প্রধানমন্ত্রী মোদী প্রধানমন্ত্রী লঘু ব্যাপারিক মানধন যোজনা এবং স্বরোজগার পেনশন স্কিমও চালু করবেন। এই প্রকল্পে ১৮ থেকে ৪০ বছর বয়সী ব্যবসায়ীরা উপকৃত হবেন। ৬০ বছর বয়স হলে তাঁরা মাসে ৩ হাজার টাকা করে পেনশন পাবেন।

২০১৯-এ লোকসভা নির্বাচনে জয়ের পর প্রধানমন্ত্রীর এটা দ্বিতীয় ঝাড়খণ্ড সফর। প্রধানমন্ত্রী এই সফরে ঝাড়খণ্ডের নতুন বিধাসভা ভবনের উদ্বোধন করবেন। ঝাড়খণ্ড সেক্রেটারিয়েট বিল্ডিংে-এর শিলান্যাস করবেন তিনি। এছাড়াও সাহিবগঞ্জে গঙ্গার ওপর নির্মীত দ্বিতীয় মাল্টি মোডাল টার্মিনালেরও উদ্বোধন করবেন তিনি। এর মাধ্যমে জলপথে বিভিন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে কয়লা সরবরাহ করা যাবে। এছাড়াও জলপথে নেপালের সঙ্গে মাল পরিবহণ করা যাবে।

একলব্য মডেল স্কুলের শিলান্যাস

একলব্য মডেল স্কুলের শিলান্যাস

এদিন প্রধানমন্ত্রী অনলাইনে সারা দেশে ৪৬২ টি একলব্য মডেল স্কুলে শিলান্যাস করবেন। যার মধ্যে ঝাড়খণ্ডের ১৩ টি জেলায় স্থাপন করা হবে ৬৯ টি।

English summary
PM Modi to launch 'Pradhan Mantri Kisan Mandhan Yojana' for the farmers across the nation on Thursday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X