শ্রী অরবিন্দের ১৫০ তম জন্মবার্ষিকী পালন! প্রাক্তন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী-ধর্মীয় নেতাদের নিয়ে কমিটির শীর্ষে
শ্রী অরবিন্দের (sri aurobindo) ১৫০ তম জন্মবার্ষিকী (birth anniversary) পালন করতে উদ্যোগ কেন্দ্রীয় সরকারের। এব্যাপারে মোদী (Narendra Modi) সরকার ৫৩ সদস্যের কমিটি গঠন করেছে। কমিটিতে রাখা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকেও। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এই জন্মবার্ষিকী পালন করতে তৈরি করা কমিটির প্রধান করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।

কেন্দ্রের গঠিত কমিটিতে যাঁরা রয়েছে
কেন্দ্রের গঠিত উচ্চপর্যায়ের কমিটিতে রাখা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি জেবেগৌড়া, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমকে স্ট্যালিন, এন নারায়ণস্বামী এবং ভূপেন্দ্র প্যাটেলকে। এছাড়াও কমিটিতে রাখা হয়েছে অভিনেতা রজনীকান্ত, আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবিশঙ্কর, বাবা রামদেব এবং সদগুরু জাগ্গি বাসুদেবকে।

কমিটি নীতি ও গাইড লাইন তৈরি করবে
সংস্কৃতি মন্ত্রকের তরফে বলা হয়েছে কেন্দ্রের গঠিত কমিটি শ্রী অরবিন্দের ১৫০ তম জন্মবার্ষিকী পালনের জন্য দেশে এবং আন্তর্জাতিক পর্যায়ে নীতি এবং গাইডলাইন তৈরি করতে সাহায্য করবে।

স্বাধীনতা সংগ্রামে অরবিন্দ ঘোষ
১৮৭২ সালের ১৫ অগাস্ট কলকাতায় জন্মগ্রহণ করেন অরবিন্দ ঘোষ। কেম্ব্রিজে পড়াশোনার পরে ইন্ডিয়ান সিভিল সার্ভিসে কাজ শুরু করেন। সেই সময়েই তিনি স্বাধীনতা সংগ্রামে জড়িয়ে পড়েন। অনুশীলন সমিতিতে নাম জড়ায় তাঁর। আলিপুর বোমা মামলায় তাঁকে গ্রেফতার করা হয়। যদিও অভিযোগ প্রমাণিত না হওয়ায় জেল থেকে মুক্তি পান।

পুদুচেরিতে অরবিন্দ আশ্রমের প্রতিষ্ঠা
পরে তিনি কলকাতা থেকে চলে যান তৎকালীন ফ্রান্সের অধীনের থাকা পণ্ডীচেরীতে (বর্তমানে পুদুচেরি)। সেখানে ১৯২৬ সালে মারিয়া আলফাসার (শ্রীমা) সহযোগিতায় অরবিন্দ আশ্রমের প্রতিষ্ঠা করেন। ১৯৫০ সালের ৫ ডিসেম্বর সেখানেই মৃত্যু হয় শ্রী অরবিন্দের।
