For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'সুষ্ঠু ভোট হলেই হারবেন মমতা', তৃণমূল নেত্রীকে সোজা চ্যালেঞ্জ নরেন্দ্র মোদীর

মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ও প্রশাসনকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

  • |
Google Oneindia Bengali News

বাংলায় বিজেপি নেতৃত্ব বা কেন্দ্রীয় নেতৃত্ব যে পথে তৃণমূল কংগ্রেস সরকারকে আক্রমণ শানিয়েছে, সেই পথে হেঁটেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ও প্রশাসনকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন মহারাষ্ট্রের নেতা-কর্মীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনার সময়ে বাংলার গণতন্ত্রের প্রসঙ্গ উত্থাপন করে তোপ দাগেন।

সুষ্ঠু ভোট হলেই হারবেন মমতা, তৃণমূল নেত্রীকে সোজা চ্যালেঞ্জ নরেন্দ্র মোদীর

মোদী সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করে বলেন, বাংলায় একনায়কতন্ত্র চালাচ্ছেন মমতা। বাংলায় গণতান্ত্রিক পরিবেশ নেই। পশ্চিমবঙ্গ সরকার নির্বাচন হতে দিচ্ছে না। কারণ তাঁরা জানেন, সুষ্ঠু নির্বাচন হলেই তৃণমূল পরাজিত হবে। তৃণমূল যতই একনায়কতন্ত্র চালাক, বিজেপি গণতন্ত্রের পথেই হাঁটবে বলে মোদী স্পষ্ট বার্তা দিয়েছেন কর্মীদের।

বিজেপি রাজ্যের বিভিন্ন জেলায় সভা করছে। সভাপতি অমিত শাহ মালদহে সভা করে গিয়েছেন। সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। বলেন, যে বাংলা একসময়ে সংষ্কৃতি ও ব্যবসার পীঠস্থান ছিল সেখানে এখন দুটোই জলাঞ্জলি গিয়েছে। শিল্প নেই, একমাত্র বোমা ও অস্ত্র তৈরির শিল্প বাংলায় রমরমিয়ে চলছে। ক্ষমতায় এসে রাজ্যে সপ্তম পে কমিশন বলবৎ ও এনআরসি- কথাও জানিয়েছেন অমিত শাহ।

পাশাপাশি এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে সরাসরি চ্যালেঞ্জ করে মুকুল রায় জানিয়েছেন, আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বাংলা থেকে ২০টির বেশি আসন পেলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা এই নেতার কথায়, রাজনীতির পরীক্ষায় আমি কম বসিনি। আমি ২০০৮, ২০০৯, ২০১১ সাল দেখেছি। বাংলার মানুষের মধ্যে দিয়ে যে আওয়াজ উঠছে তা দেখে বলে যাচ্ছি তৃণমূল লোকসভায় ২০টির বেশি আসন পেলে রাজনীতি ছেড়ে দেব।

English summary
PM Modi targets Bengal CM Mamata Banerjee, says Didi is running dictatorship govt
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X