For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'আসল পাঠান হলে ব্যবস্থা নিন' ইমরানকে জাত তুলে চ্যালেঞ্জ মোদীর

ইমরান খানকে নিশানা করে তাঁর জাত তুলে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন নরেন্দ্র মোদী।

  • |
Google Oneindia Bengali News

পুলওয়ামা হামলার পর পাকিস্তানের যোগসাজশের কথা সারা বিশ্ব জেনে গিয়েছে। যদিও পাকিস্তান কাশ্মীরে সেনা কনভয়ে হামলার বিষয় অস্বীকার করেছে। পাক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, এই হামলা করে পাকিস্তানের কোনও লাভ নেই। ভারত প্রমাণ দিলে জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন তিনি।

আসল পাঠান হলে ব্যবস্থা নিন ইমরানকে জাত তুলে চ্যালেঞ্জ মোদীর

এই প্রসঙ্গে ইমরান খানকে নিশানা করে তাঁর জাত তুলে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন নরেন্দ্র মোদী। পাঠান সম্প্রদায়ের মানুষ ইমরান ব্যবস্থা নিন, নিজের কথামতো দোষীদের শাস্তি দিন, এই চ্যালেঞ্জ করেছেন ভারতের প্রধানমন্ত্রী।

মোদী বলেছেন, পাকিস্তান নতুন প্রধানমন্ত্রী পাওয়ার পরে আমি ইমরান খানকে অভিনন্দন জানাই। তাঁকে বলি অনেক হয়েছে। পাকিস্তান যুদ্ধ করে কিছু পায়নি। আসুন আমরা একসঙ্গে দারিদ্রতা ও অশিক্ষার বিরুদ্ধে লড়াই করি। বদলে ইমরান বলেছিলেন, তিনি পাঠানের সন্তান। নিজের কথার খেলাপ করবেন না। এখন সময় এসেছে তিনি নিজের কথা রাখুন।

[আরও পড়ুন: ভোটের আগে শেষ 'মন কি বাত' মোদীর, ফেরার অঙ্গীকার করে জানালেন পরবর্তী অনুষ্ঠানের দিন][আরও পড়ুন: ভোটের আগে শেষ 'মন কি বাত' মোদীর, ফেরার অঙ্গীকার করে জানালেন পরবর্তী অনুষ্ঠানের দিন]

পুলওয়ামার হামলার পর পাকিস্তান সারা বিশ্বে কোণঠাসা হয়ে পড়েছে। রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানকে বিদ্রুপ করা হয়েছে। আমেরিকা অর্থ সাহায্য বন্ধ করে দিয়েছে। ভারতও সিন্ধুর জলের অংশ ও নানা সবজি পাঠানো বন্ধ করেছে। কূটনৈতিকভাবে পাকিস্তানকে চেপে ধরেছে। এবার প্রধানমন্ত্রী মোদীও ইমরান খানের ওপরে আর এক ধরনের চাপ তৈরি করলেন বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

[আরও পড়ুন: পুলওয়ামা হামলার পর কুম্ভ মেলায় ঘুরতে এলেন পাকিস্তানি সাংসদ][আরও পড়ুন: পুলওয়ামা হামলার পর কুম্ভ মেলায় ঘুরতে এলেন পাকিস্তানি সাংসদ]

[আরও পড়ুন:'ভোটের জন্য ঘুষ দিচ্ছেন মোদী', কৃষক অনুদান নিয়ে আক্রমণে চিদাম্বরম ][আরও পড়ুন:'ভোটের জন্য ঘুষ দিচ্ছেন মোদী', কৃষক অনুদান নিয়ে আক্রমণে চিদাম্বরম ]

English summary
PM Modi takes a jibe at Pak PM Imran Khan over Pulwama attack
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X