For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানের মেন্যুতেও বাঙালি রান্নার পদ! আজ কী থাকছে রাজকীয় আয়োজনে

মোদীর শপথগ্রহণ নিয়ে তো এতদিন অনেক 'খবর' ই উঠে এসেছে। এবার রয়েছে এই রাজকীয় আয়োজন ঘিরে 'খাবার' খবর! ৩০ মে-র বর্ণাঢ্য অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার একাধিক নামী রাষ্ট্রনেতা উপস্থিত থাকতে চলেছেন।

  • |
Google Oneindia Bengali News

মোদীর শপথগ্রহণ নিয়ে তো এতদিন অনেক 'খবর' ই উঠে এসেছে। এবার রয়েছে এই রাজকীয় আয়োজন ঘিরে 'খাবার' খবর! ৩০ মে-র বর্ণাঢ্য অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার একাধিক নামী রাষ্ট্রনেতা উপস্থিত থাকতে চলেছেন। তবে প্রতিবেশী চিন আর পাকিস্তানের রাষ্ট্রেনেতাদের বাদ দিয়েই এদিন দিল্লিতে শপথ নেবেন মোদী। এই অনুষ্ঠান ঘিরে যেমন রাজধানী জুড়ে সাজো সাজো রব, তেমনই রয়েছে কড়া নিরাপত্তা। এরই মধ্যে উঠে আসছে খাদ্যতালিকার কিছু লোভনীয় পদের নাম।

কতজন আমন্ত্রিতের তালিকায়?

কতজন আমন্ত্রিতের তালিকায়?


মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে এদিন উপস্থিত থাকতে চলেছেন ৬০০০ আমন্ত্রিত। সন্ধ্যে ৭ টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানের পর থাকছে আমন্ত্রিতদের জন্য রাজকীয় 'ডিনার' এর বন্দোবস্ত। সবমিলিয়ে আজ দিল্লিতে রাষ্ট্রপতিভবনে আপাতত সাজো সাজো রব।

চায়ের টেবিলে কী কী থাকছে?

চায়ের টেবিলে কী কী থাকছে?

চায়ের টেবিলে এদিন থাকছে একাধিক পদ। শুরু হচ্ছে 'লেমন টার্ট', স্যান্ডউইচ, সিঙ্গারা, লেমন কোরিয়েন্ডারক স্যুপ দিয়ে। আর এভাবেই এদিন রাইসিনা হিলস্ অভ্যাগতদের সাদরে গ্রহণ করতে প্রস্তুতিতে মাতোয়ারা।

 বাংলার পদ

বাংলার পদ

এদিনের রাজকীয় আয়োজনেও রয়েছে বাংলায় বিভিন্ন পদ। থাকছে রাজভোগ। মিষ্টির আয়োজনেও যে বাংলাকে নজর দেওয়া হয়েছে তা বলাই বাহুল্য। ফলে মোদীর শপথ গ্রহণে বাঙালি অভ্যাগতদের সঙ্গে থাকছে বাঙালি খাবারের পদও।

[আরও পড়ুন: মোদীর শপথগ্রহণ অনুষ্ঠান:আমন্ত্রিত পুলওয়ামার শহিদ পরিবার ][আরও পড়ুন: মোদীর শপথগ্রহণ অনুষ্ঠান:আমন্ত্রিত পুলওয়ামার শহিদ পরিবার ]

খাদ্য তালিকায় রয়েছে 'মা কি ডাল'!

খাদ্য তালিকায় রয়েছে 'মা কি ডাল'!

৮ ঘণ্টা সময় নিয়ে রাইসিনা হিলস-এ তৈরি হয় 'মা কি ডাল'। আর ৩০ মে-র অনুষ্ঠানে এদিনও থাকছে সেই বিখ্যাত পদ। সঙ্গে খাকছে ভেজ থালি । এছাড়াও সুপ্রসিদ্ধ 'রাইসিনা ডাল' ও থাকছে এদিনের আয়োজনে।

[আরও পড়ুন:পশ্চিমবঙ্গের বিজেপিতে যেভাবে বেনোজল ঢুকছে, তাতে পদ্মও না ভেসে যায়][আরও পড়ুন:পশ্চিমবঙ্গের বিজেপিতে যেভাবে বেনোজল ঢুকছে, তাতে পদ্মও না ভেসে যায়]

[আরও পড়ুন:আপনার স্বপ্নের মন্ত্রিসভা বেছে নিন]

English summary
PM Modi swearing in cetemony latest Update, Food menu includes Bengali dishes.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X