For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টিডিপি-বিজেপি বিবাদ মেটাতে মাঠে নামলেন মোদী, উঠে আসছে কয়েকটি তথ্য

অন্ধ্রপ্রদেশের সংখ্য়া গরিষ্ঠ দল তথা এনডিএ শরিক তেলুগু দেশম পার্টির সঙ্গে বিজেপি-র বিবাদ চরমে। অন্ধ্রপ্রদেশকে বিশেষ রাজ্য় তকমা দেওয়ার ইস্যুতে , বিজেপি-র সঙ্কে কার্যত রাজনৈতিক সংঘাতে নামে তাদের শরিক

  • |
Google Oneindia Bengali News

অন্ধ্রপ্রদেশের সংখ্য়া গরিষ্ঠ দল তথা এনডিএ শরিক তেলুগু দেশম পার্টির সঙ্গে বিজেপি-র বিবাদ চরমে। অন্ধ্রপ্রদেশকে বিশেষ রাজ্য় তকমা দেওয়ার ইস্যুতে , বিজেপি-র সঙ্গে কার্যত রাজনৈতিক সংঘাতে নামে তাদের শরিক দল। এজন্য এনডিএ থেকে টিডিপি-র দুই সাংসদ তথা মন্ত্রী পদত্যাগ করেন। যার পাল্টা হিসাবে অন্ধ্র বিধানসভার দুই বিজেপি মন্ত্রী ও পদত্যাগ করেন। তবে এবার এই বিবাদের ইতি টানতে ময়দানে নামলেন নরেন্দ্র মোদী।

টিডিপি-বিজেপি বিবাদ মেটাতে মাঠে নামলেন মোদী, উঠে আসছে কয়েকটি তথ্য

গোটা পরিস্থিতির সাপেক্ষে অন্ধ্রপ্রদেশের মুখ্য়মন্ত্রী চন্দ্রবাবু নায়ডুর সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে, দুই পদত্যাগকারী বিক্ষুদ্ধ কেন্দ্রীয় মন্ত্রী যাঁরা টিডিপি-র সংসদ , তাঁদের সঙ্গেও কথা বলবেন প্রধানমন্ত্রী। এদিকে, চন্দ্রবাবুর অভিযোগ কংগ্রেসের মতোই ভীষণ উদাসীন বিজেপি সরকারও। এদিন অন্ধ্রপ্রদেশ বিধানসভায় ভাষণ দেওয়ার সময়ে আঞ্চলিক দলগুলিকে নিজেদের রাজ্য়ের স্বার্থরক্ষার জন্য ডাক দেন।

এর আগে, কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি বুধবারই জানিয়েদেন অন্ধ্রপ্রদেশকে বিশেষ রাজ্যের তকমা দেওয়া সম্ভব নয়। এরপরেই টিডিপি সুপ্রিমো চন্দ্রবাবু নায়ডু কেন্দ্রীয় মন্ত্রিসভায় থাকা দুই মন্ত্রীকে পদত্যাগের নির্দেশ দেন। মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেও, টিডিপি এখনও এনডিএতেই থেকে যাওয়ার কথা জানিয়েছে। কেননা বুধবার বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে এনডিএ ছাড়া নিয়ে কোনও বক্তব্য় থেকে নিবৃত্ত ছিলেন। অন্যদিকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি সাংবাদিক সম্মেলনে জানান, নিছক সেন্টিমেন্টের মাধ্যমে টাকা আদায় করা যায় না।

English summary
PM Modi speaks to CM Naidu, will meet TDP ministers shortly.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X