For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'মোদীর মেডিক্যাল টেস্ট করা হোক', কেন এমন দাবি বিজেপি নেতা সুব্রহ্মমণ্যম স্বামীর

লোকসভায় কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিল টিডিপি সহ বিরোধীরা। গত শুক্রবারের সেই গুরুত্বপূর্ণ দিনে লাইমলাইট কেড়ে নেয় প্রধানমন্ত্রীকে রাহুল গান্ধীর আলিঙ্গন দৃশ্য।

  • |
Google Oneindia Bengali News

লোকসভায় কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিল টিডিপি সহ বিরোধীরা। গত শুক্রবারের সেই গুরুত্বপূর্ণ দিনে লাইমলাইট কেড়ে নেয় প্রধানমন্ত্রীকে রাহুল গান্ধীর আলিঙ্গন দৃশ্য। সেই ঘটনা নিয়ে সত্রক, সমালোচনা, বিতর্ক , রাজনৈতিক কটাক্ষ তথা সোশ্যাল মিডিয়ায় জোকসের অন্ত নেই! এরই মধ্যে ঘটনা নিয়ে কটাক্ষ করেন বিজেপি নেতা সুব্রহ্মমণ্যম স্বামী।

মোদীর মেডিক্যাল টেস্ট করা হোক, কেন এমন দাবি বিজেপি নেতা সুব্রহ্মমণ্যম স্বামীর

বিজেপি নেতা সুব্রহ্মমণ্যম স্বামী জানিয়েছেন , রাহুলের আলিঙ্গনের পর নরেন্দ্র মোদীর উচিত মেডিক্যাল টেস্ট করানো। রাহুলের সমালোচনা করে এদিন সুব্রহ্মমণ্যম স্বামী দাবি করেন, এণন কোনও ঘটনা ঘটানোই উচিত হয়নি রাহুলের। তিনি বলেন, প্রধানমন্ত্রীকে আচমকা জড়িয়ে ধরা উচিত হয়নি রাহুলের। সংসদের ভিতরে প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে এই ঘটনা প্রশ্ন তুলছে। এটা একেবারেই আইনবিরুদ্ধ বলে দাবি করেছেন এই বিজেপি নেতা।

[আরও পড়ুন:রাহুলের এই চোখের চাউনিই এখন ভাইরাল! প্রিয়া প্রকাশের প্রসঙ্গ তুলে মজায় মশগুল সোশ্যাল মিডিয়া][আরও পড়ুন:রাহুলের এই চোখের চাউনিই এখন ভাইরাল! প্রিয়া প্রকাশের প্রসঙ্গ তুলে মজায় মশগুল সোশ্যাল মিডিয়া]

উল্লেখ্য, শুক্রবার অনাস্থা প্রস্তাব নিয়ে সংসদীয় অধিবেশন চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে গিয়ে জড়িয়ে ধরেন রাহুল গান্ধী। এর আগে নিজের বক্তব্য়ে বিজেপি-র বিরুদ্ধে স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় তোপ দাগেন রাহুল। তারপর তিনি বলেন, 'আপনারা আমাকে ঘৃণা করতে পারেন। আমাকে না ভালোবাসতে পারেন। কিন্তু আমি আপনাদের ভালোবাসব। সবাইকে সেই ভালোবাসা দিয়েই জয় করে নেব।'এরপরই তিনি আলিঙ্গন করেন মোদীকে। যাকে পরে 'অবাঞ্ছিত আলিঙ্গন' বলে কটাক্ষ করেন নরেন্দ্র মোদী।

[আরও পড়ুন:ভাইরাল রাহুলের 'ঝাপ্পি'! ট্রোল-এর ঝাঁপি খুলল সোশ্যাল মিডিয়া, দেখুন পোস্টগুলি][আরও পড়ুন:ভাইরাল রাহুলের 'ঝাপ্পি'! ট্রোল-এর ঝাঁপি খুলল সোশ্যাল মিডিয়া, দেখুন পোস্টগুলি]

English summary
PM Modi should get medically tested after Rahul's hug says Subramanyam swami
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X