For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শিল্পপতিরা নাকি দেশ, রাফালে চুক্তিতে লাভ কাদের! মোদীর উত্তর চায় শিবসেনা

রাফালে চুক্তি নিয়ে বিরোধীদের আক্রমণ তো চলছেই, সঙ্গে যুক্ত হল এনডিএ শরিক শিবসেনাও।

  • |
Google Oneindia Bengali News

রাফালে চুক্তি নিয়ে বিরোধীদের আক্রমণ তো চলছেই, সঙ্গে যুক্ত হল এনডিএ শরিক শিবসেনাও। মহারাষ্ট্রে বিজেপির সঙ্গে জোট বাঁধা সত্ত্বেও শিবসেনা রাফালে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য দাবি করল।

শিল্পপতিরা নাকি দেশ, রাফালে চুক্তিতে লাভ কাদের

শিবসেনা এদিন বলেছে, রাফালে চুক্তিতে কাদের সুবিধা হয়েছে, বায়ুসেনা নাকি শিল্পপতিদের? এই প্রসঙ্গে খোলাখুলি বক্তব্য রাখুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শুক্রবার সামনে এসেছে যে, প্রধানমন্ত্রীর দফতর রাফালে চুক্তি নিয়ে বরাবর নাক গলিয়ে এসেছে। যার ফলে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে অসম্মতিসূচক চিঠিও পাঠানো হয়। একটি রিপোর্টে দাবি করা হয়, এই চুক্তিতে সম্মতি ছিল না কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের। নোট দিয়ে সেই অসম্মতির কথা তাঁরা জানিয়েওছিল।

এই রিপোর্টের প্রেক্ষিতেই শিবসেনা নিজেদের মুখপত্রে মতামত জানিয়েছে। বলেছে, সংসদে মোদী দেশপ্রেম নিয়ে ভাষণ দেওয়ার পরের দিন প্রতিরক্ষা মন্ত্রকের গোপন চিঠি ফাঁস হয়েছে। ফলে এখন মোদীকে আসল ঘটনা দেশকে জানাতে হবে। এই দাবিই তুলেছে শিবসেনা।

প্রসঙ্গত, ২০১৫ সালের ২৪ নভেম্বর সেই বিতর্কিত নোট পাঠানো হয়। তৎকালীন উপ-সচিব এসকে শর্মা তা পাঠান প্রতিরক্ষা মন্ত্রকের তরফে। যদিও প্রাক্তন প্রতিরক্ষা সচিব জি মোহন শুক্রবার জানিয়েছেন, ওই নোটে রাফালে চুক্তিতে ঠিক হওয়া দাম নিয়ে অসম্মতি জানানো হয়নি। প্রতিরক্ষা মন্ত্রকের অসম্মতি নোট সার্বভৌম গ্যারান্টি ও বিভিন্ন শর্ত নিয়ে ছিল। এর সঙ্গে রাফালের দামের কোনও সম্পর্ক নেই। একই পথে হেঁটে সেইসময় মোদীকে সমর্থন করতে দেখা গিয়েছে মনোহর পার্রিকরকেও। বর্তমান প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন এই প্রসঙ্গ তুলেই হিন্দু পত্রিকার কড়া সমালোচনা করে বলেছেন, যে চিঠি নিয়ে রিপোর্ট হল তাতে তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী পার্রিকরের মন্তব্য ছিল। সেটাকে উহ্য রেখেই অসম্পূর্ণ রিপোর্ট করা হয়েছে।

English summary
PM Modi should answer if Rafale deal meant to strengthen IAF or industrialist, says Shiv Sena
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X