For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঠান্ডা ঘরে বসে সিদ্ধান্ত নিই না আমরা, করোনা নিয়ে ঘুরিয়ে রাহুলকে আক্রমণ প্রধানমন্ত্রী মোদীর

ঠান্ডা ঘরে বসে সিদ্ধান্ত নিই না আমরা, করোনা নিয়ে ঘুরিয়ে রাহুলকে আক্রমণ প্রধানমন্ত্রী মোদীর

Google Oneindia Bengali News

করোনা পরিস্থিিততে গ্রাউন্ড রিপোর্ট দেখে, বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে তবেই পদক্ষেপ করে সরকার। কেবল ঠান্ডা ঘরে বসে সিদ্ধান্ত নেওয়া হয় না। শনিবার দেশের করোনা পরিস্থিতি মোকাবিলা নিয়ে এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রসঙ্গত উল্লেখ্য সকালেই দেশের করোনা সংক্রমণ ৫ লাখ অতিক্রম করায় মোদীর বিরুদ্ধে আক্রমণ শানিয়েছিলেন রাহুল গান্ধী।

 গ্রাউন্ড রিপোর্ট দেখেই সিদ্ধান্ত

গ্রাউন্ড রিপোর্ট দেখেই সিদ্ধান্ত

দেশে করোনা সংক্রমণ ক্রমশ বাড়ছে। করোনা পরিস্থিতিতে সরকার কেবল ঠান্ডা ঘরে বসেই সিদ্ধান্ত নেয় না। গ্রাউন্ড রিপোর্ট খতিয়ে দেখে, বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে তবেই করোনা পরিস্থিতি নিয়ে সিদ্ধান্ত নেয় সরকার। শনিবার একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনই কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরেক্ষে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে আক্রমণ করেছেন তিনি।

অন্যদেশের থেকে ভাল অবস্থায় ভারত

অন্যদেশের থেকে ভাল অবস্থায় ভারত

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিনে বলেছেন অন্যদেশের থেকে অনেক ভাল অবস্থায় রয়েছে ভারতের করোনা পরিস্থিতি। দেশবাসীকে আর সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। করোনা সংক্রমণ আরও নিয়ন্ত্রণে আনা যাবে আরও বেশি সাবধান হলে। মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখার মতো নিয়ম গুলি মেনে চলতে হবে বলে জানিয়েছেন তিনি।

 ৫ লাখ ছাড়াল আক্রান্ত

৫ লাখ ছাড়াল আক্রান্ত

গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৫ লাখ অতিক্রম করেছে। মাত্র ৬ দিন আগেই করোনা সংক্রমণে ৪ লাখ অতিক্রম করেছিল ভারত। এতো অল্পসময়ের মধ্যে এক লাখের মাত্রা অতিক্রম করায় উদ্বেগ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংক্রমণ হয়েছে গোটা দেশে। ১৮৫৫২ জন সংক্রামিত হয়েছেন একদিনে। এখনও পর্যন্ত যা রেকর্ড বলে জানানো হয়েছে।

রাহুলের আক্রমণ

রাহুলের আক্রমণ

করোনা পরিস্থিতি নিয়ে ফের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি টুইটে লিখেছেন, করোনাকে জব্দ করার কোনও পরিকল্পনাই যে কেন্দ্রের কাছে নেই সেটা প্রমাণ হয়ে গিয়েছে এতোদিনে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আত্মসমর্পণ করেছেন। তিনি যে করোনাকে হারা ব্যর্থ সেটা বুঝিয়ে িদয়েছেন।

English summary
PM Modi says we took decision on the basis of ground report in coronavirus situation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X