For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গোরক্ষপুরে শিশু মৃত্যু নিয়ে শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

লালকেল্লা থেকে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের নানা বিষয়ের সঙ্গে উঠে এল গোরক্ষপুরের হাসপাতালের শিশু মৃত্যু প্রসঙ্গও। ভাষণের একেবারে শুরুতেই তিনি বলেন, অনেক নিষ্পাপ শিশুর মৃত্যু হয়েছে

  • |
Google Oneindia Bengali News

লালকেল্লা থেকে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের নানা বিষয়ের সঙ্গে উঠে এল গোরক্ষপুরের হাসপাতালের শিশু মৃত্যু প্রসঙ্গও। ভাষণের একেবারে শুরুতেই তিনি বলেন, অনেক নিষ্পাপ শিশুর মৃত্যু হয়েছে। শিশু মৃত্যু নিয়ে দুঃখপ্রকাশ করেন প্রধানমন্ত্রী।

মৃত শিশুদের পরিবারগুলিকে সমবেদনা জানান নরেন্দ্র মোদী।

গোরক্ষপুরে শিশু মৃত্যু নিয়ে শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

দিন কয়েক আগে গোরক্ষপুরে বিআরডি মেডিক্যাল কলেজে প্রায় ৭০ টি শিশুর মৃত্যু হয়। অক্সিজেনের অভাবে মৃত্যুর অভিযোগ উঠলেও, উত্তরপ্রদেশ সরকার সেই অভিযোগ খারিজ করে দিয়েছে।

প্রধানমন্ত্রী জানান, ১২৫ কোটি দেশবাসী পরিবারগুলির পাশে রয়েছে। সরকারি সবরকম ভাবে পরিবারগুলিকে সাহায্য করবে বলেও জানিয়েছেন তিনি।

গোরক্ষপুরে শিশু মৃত্যু নিয়ে শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

রবিবার হাসপাতাল পরিদর্শনের পর শিশু মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যানাথ। হাসপাতাল পরিদর্শনে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাও।

এদিকে, বিষয়টি নিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ইস্তফার দাবি খারিজ করে দিয়েছেন বিজেপি সভাপতি অমিত শাহ। এরকম বড় ঘটনা দেশে আগেও ঘটেছে বলে জানিয়েছেন তিনি। বিষয়টি নিয়ে নরেন্দ্র মোদী ট্যুইট না করার প্রশ্নে তিনি, বলেন, প্রধানমন্ত্রী ইতিমধ্যেই তাঁর শোক ব্যক্ত করেছেন।

English summary
PM Modi says entire nation is with Gorakhpur affected families
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X