For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দাদরি কাণ্ড-গুলাম আলির অনুষ্ঠান নিয়ে নীরবতা ভাঙলেন মোদী, বললেন 'দুঃখজনক ঘটনা'

Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১৪ অক্টোবর : অবশেষে নীরবতা ভাঙলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দাদরি কাণ্ড নিয়ে অবশেষে মুখ খুললেন মোদী। পাশাপাশি প্রতিক্রিয়া দিলেন প্রখ্যাত পাক সঙ্গীতশিল্পী গুলাম আলির অনুষ্ঠান বাতিল করা কাণ্ডেও।

আনন্দবাজার পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী জানিয়েছেন, "দাদরি এবং গুলাম আলির বিরুদ্ধাচারনের ঘটনা দুঃখজনক, অনভিপ্রেত, কিন্তু এই ঘটনাগুলিতে কেন্দ্রীয় সরকারের ভূমিকাটা কী?" পাশাপাশি জানিয়ে দিয়েছেন,বিজেপি এই ধরণের ঘটনাকে সমর্থন করে না।

দাদরি কাণ্ড-গুলাম আলির অনুষ্ঠান নিয়ে নীরবতা ভাঙলেন মোদী, বললেন 'দুঃখজনক ঘটনা'

এর পাশাপাশি তিনি মেরুকরণের রাজনীতি খেলার জন্য বিরোধীদের দিকে তোপ দাগেন। তিনি বলেন, বিজেপি সবসময় মেকি ধর্মনিরপেক্ষতার বিরোধিতা করে এসেছে।

গত ২৮ সেপ্টেম্বর ৫২ বছরের মহম্মদ আখলাককে বাড়ি থেকে টেনে হেঁচড়ে বের করে এনে পিটিয়ে খুন করে জনতা। আর এর পিছনের কারণ হল স্থানীয় মন্দিতে ঘোষণা কর হয় আখলাক ও তাঁর পরিবার ইদ-উল-আদায় গরুকে মেরে, তার মাংস খেয়েছে।

এই ঘটনায় বহু মানুষকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে অনেকেই বিজেপি সমর্থখ বা কর্মী ছিলেন।

যদিও দাদরি ঘটনার ২ মাস হতে চললেও এতদিন এসব নিয়ে মুখই খোলেননি প্রধানমন্ত্রী। দলীয় কর্মীরা এই ধরণের স্পর্শকাতক ঘটনা নিয়ে বিতর্কিত মন্তব্য করলেও কোনও রকম প্রতিক্রিয়া দেননি মোদী। তার জন্য বিরোধীদের তোপের মুখে পরতে হচ্ছিল মোদীকে।

কিন্তু মোদীর এই প্রতিক্রিয়া কি আদৌ বিরোধীদলগুলির কাছে সন্তোষজনক হবে।

English summary
PM Modi Says Dadri Mob Killing, Controversy over Ghulam Ali Concert 'Really Sad'
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X