For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গ্লোবাল সিটিজেন গড়ে তুলবে নয়া শিক্ষানীতি, বিরোধীদের জবাব দিয়ে দাবি প্রধানমন্ত্রী মোদীর

Google Oneindia Bengali News

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 'জাতীয় শিক্ষানীতিতে উচ্চ শিক্ষায় রূপান্তরমূলক পুনর্গঠন' উদ্বোধন করেন। গত ২৯ জুলাই নতুন শিক্ষানীতিতে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই শিক্ষানীতি কেমন, কেন বদল আনা হল শিক্ষানীতিতে সেই বিষয়ে এই কনক্লেভে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী৷ আর এদিন কনক্লেভে প্রধানমন্ত্রী বলেন, নয়া শিক্ষানীতি ভারতীয় ছাত্রদের গ্লোবাল সিটিজেন হয়ে উঠতে সাহায্য করবে।

বহু আলোচনার পর এই শিক্ষানীতি গৃহীত হয়েছে

বহু আলোচনার পর এই শিক্ষানীতি গৃহীত হয়েছে

এদিন প্রধানমন্ত্রী বলেন, 'শিক্ষানীতি নিয়ে কনক্লেভ গুরুত্বপূর্ণ। বহু আলোচনার পর এই শিক্ষানীতি গৃহীত হয়েছে। নয়া জাতীয় শিক্ষানীতি একুশ শতকের ভারতবর্ষের চাহিদাকে মাথায় রেখে, উন্নয়নের নতুন শিখর ছোঁয়ার লক্ষ্যেই তৈরি করা হয়েছে। এটি পক্ষপাতদুষ্টু নয়।' শিক্ষানীতিতে স্কুল পাঠ্যক্রমের পরিবর্তন নিয়ে দেশ জুড়ে বিতর্ক তৈরি হয়েছে। সেই বিতর্কের জবাব দিতে একের পর এক ব্যাখ্যা তুলে ধরলেন প্রধানমন্ত্রী।

বিশ্ব শিক্ষানীতি থেকে অনুপ্রাণিত এই নীতি

বিশ্ব শিক্ষানীতি থেকে অনুপ্রাণিত এই নীতি

প্রধানমন্ত্রী এদিন বলেন, 'বিশ্ব শিক্ষানীতি থেকে অনুপ্রাণিত এই নীতি। বিশ্ব বদলাচ্ছে, বদলাচ্ছে সময়, তার সাথে পাল্লা দিয়ে শিক্ষানীতিতে বদল আনা জরুরি ছিল। গোটা বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে শিক্ষানীতিতে বদল আনা দরকার ছিল। দেশের যুবসমাজ ও তাদের অগ্রগতির কথা মাথায় রেখে নতুন শিক্ষানীতি।'

মাতৃভাষাকে গুরুত্ব দেওয়া উচিৎ

মাতৃভাষাকে গুরুত্ব দেওয়া উচিৎ

এরপর তিন ভাষার নীত ও মাতৃভাষায় পড়াশোনার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, 'মাতৃভাষা গুরুত্বপূর্ণ, সেকারণে মাতৃভাষাকে গুরুত্ব দেওয়া হয়েছে। বিভিন্ন সমীক্ষায় দেখা গিয়েছে, ছোটরা মাতৃভাষায় মাধ্যমে শিক্ষালাভে স্বচ্ছন্দ। তাই এই বিষয়টির উপর জোর দেওয়া হয়েছে। প্রত্যেক দেশই তাদের শিক্ষানীতিকে জাতীয় মূল্যবোধের সঙ্গে সম্পৃক্ত করে তোলে। এবং সেই মতো শিক্ষানীতির সংস্কার করে। তাই ভারতেও তাই করা হয়েছে। এই শিক্ষা নীতিতে জোর দেওয়া হয়েছে অনুসন্ধান, আলোচনা এবং বিশ্লেষণ নির্ভর শিক্ষার উপর।'

দেশ গঠনে ভূমিকা নেবে এই শিক্ষানীতি

দেশ গঠনে ভূমিকা নেবে এই শিক্ষানীতি

প্রধানমন্ত্রী আরও বলেন, 'নতুন শিক্ষানীতিতে ''হাউ টু থিঙ্ক''-কে প্রাধান্য দেবে। বাচ্চারা যাতে শিখতে পারে সেজন্য নতুন নতুন নীতি নির্ধারণ করা হয়েছে। নতুন প্রজন্মকে তৈরি করবে নতুন শিক্ষানীতি। দেশ গঠনে ভূমিকা নেবে এই শিক্ষানীতি। এখন ভারতীয় ছাত্ররা চাকরি খুঁজবেন না, চাকরি দেবেন। নয়া শিক্ষা নীতি ভারতীয়দের গ্লোবালসিটিজেন হিসাবে গড়ে তুলবে।'

নতুন শিক্ষানীতি পাঠ্যবই নির্ভর নয়

নতুন শিক্ষানীতি পাঠ্যবই নির্ভর নয়

মোদী এরপর বলেন, 'নতুন শিক্ষানীতি পাঠ্যবই নির্ভর নয়। এই শিক্ষানীতিতে বইয়ের ভার কমবে৷ শিক্ষানীতিতে শিক্ষকদের ট্রেনিংয়ের উপর জোর দেওয়া হয়েছে। শিক্ষকরাই পড়ুয়াদের স্বপ্ন দেখাতে পারেন। শিক্ষকদের ট্রেনিং ঠিকঠাক হলে তবেই সমাজ এগিয়ে যাবে।'

শিক্ষানীতিকে সফল করার ডাক

শিক্ষানীতিকে সফল করার ডাক

এরপর বিতর্ক দূরে সরাতে প্রধানমন্ত্রী বলেন, 'এই শিক্ষানীতি কোনও সার্কুলার নয়। তবে এটিকে সফল করার জন্য ইচ্ছাশক্তির প্রয়োজন। তার জন্য প্রত্যেককে এগিয়ে আসতে হবে। সমাজের দৃষ্টিভঙ্গি বদলাতে পারে এই নয়া শিক্ষানীতি। এই শিক্ষানীতিকে সফল করার জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সবার জন্য এটি একটি মহাযজ্ঞ। সকলের যোগদান আবশ্যক।'

<strong>'কোরোনিল' চুরি? ১০ লক্ষ টাকা জরিমানা বাবা রামদেবের পতঞ্জলিকে</strong>'কোরোনিল' চুরি? ১০ লক্ষ টাকা জরিমানা বাবা রামদেবের পতঞ্জলিকে

English summary
PM Modi said that NEP2020 will transform students into Global Citizen, replies opposition subtly
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X