For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ভ্যাকসিন তৈরিতে ভারত বড় ভূমিকা নেবে! বিশ্ব দরবারে প্রধানমন্ত্রী মোদীর আত্মবিশ্বাসী দাবি

Google Oneindia Bengali News

করোনা আবহে শুরু হল ইন্ডিয়া গ্লোবাল উইক ২০২০। এদিন গ্লোবাল উইকের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৩০টি দেশের পাঁচ হাজার প্রতিনিধি অংশ নিচ্ছেন এই অনুষ্ঠানে। আর এই সুযোগে বিশ্ব দরবারে ভারতের তৈরি করা সুযোগের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী মোদী। এই অনুষ্ঠানের মাধ্যমে সর্বজনীন নেতা ও শিল্প ক্ষেত্রের প্রথম সারির মানুষজনকে এক জায়গায় নিয়ে আসা হবে। আর সেই সুযোগে করোনা ভ্যাকসিন নিয়ে বড় ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী।

ফের ঘুরে দাঁড়ানো নিয়ে ভাবতে হবে

ফের ঘুরে দাঁড়ানো নিয়ে ভাবতে হবে

এদিন প্রধানমন্ত্রী বলেন, 'বর্তমান সময়ে আমাদের ফের ঘুরে দাঁড়ানো নিয়ে ভাবতে হবে। এবং এই ঘুরে দাঁডা়নোর প্রক্রিয়ায় ভারত অগ্রণী ভূমিকা নেবে। ভারত ট্যালেন্টের পাওয়ারহাউজ। আমরা সব সময় করতে ও শিখতে মুখিয়ে থাকি। ভারতীয়রা ঐতিহাসিক ভাবে রিফর্মের জন্য কাজ করেছে। অর্থনৈতিক হোক বা সামাজিক হোক, ভারত পথ দেখিয়েছে। এখনও এই পথেই এগাতে হবে।'

করোনার সঙ্গে ভারতের লড়াই

করোনার সঙ্গে ভারতের লড়াই

এরপর প্রধানমন্ত্রী বলেন, ভারত একদিকে করোনা থেকে নিজেদের দেশবাসীকে বাঁচাতে লড়াই করছে, অন্যদিকে ভারত অর্থনৈতিক ভাবে ঘুরে দাঁড়ানোর জন্য লড়ছে। গত কয়েকবছরে ভারত জিএসটি থেকে শুরু করে একাধিক উন্নয়নের সোপান তৈরি করেছে যা আগামিদিনে ভারতকে শক্তিশালী ভিতের ওপর দাঁড় করাবে।

ভারত করোনা ভ্যাকসিন তৈরিতে বড় ভূমিকা নেবে

ভারত করোনা ভ্যাকসিন তৈরিতে বড় ভূমিকা নেবে

প্রধানমন্ত্রী আরও বলেন, চেষ্টা করা হচ্ছে যাতে প্রকৃতিকে ঠিক রেখে, পরিবেশের ভারসাম্য বজায় রেখে অর্থনৈতিক উন্নয়নের পথে ভারত এগিয়ে চলেছে। খুব কম দেশই এরম সুযোগ দেবে যা ভারত আজকে দিতে সক্ষম। ভারতের ফার্মা শিল্প গোটা বিশ্বের জন্য অমূল্য রত্ন। ভারত নিজেদের পরিকাঠামো উন্নয়ন করেছে। ফলে বিদেশি বিনিয়োগের পথ প্রশস্ত হয়েছে। আমার বিশ্বাস ভারত করোনা ভ্যাকসিন তৈরিতেও বড় ভূমিকা নেবে। এবং খুব শীঘ্রই বিশ্বের কাছে আমরা এই ভ্যাকসিন তৈরি করে দিতে পারব।

আত্মনির্ভর ভারতের ডাক

আত্মনির্ভর ভারতের ডাক

এরপর আত্মনির্ভর ভারতের ডাক দিয়ে প্রধানমন্তরী বলেন, '১৩০ কোটি মানুষ আত্মনির্ভর ভারতের ডাক দিয়েছে। এর অর্থাৎ আমরা গ্লোবাল সাপ্লাই চেইনের সঙ্গে মিলে স্থানীয় ভাবে উৎপাদন বাড়াবো। ভারত আত্মনির্ভর ভারতের পথে এগিয়ে চলেছে। এর অর্থ বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন নয়, স্বনির্ভর হওয়া।'

<strong>চিন নিজের নাগরিকদেরই সব থেকে বেশি ভয় পায়! জিনপিংকে কড়া 'ওষুধ' মাইক পম্পেওর</strong>চিন নিজের নাগরিকদেরই সব থেকে বেশি ভয় পায়! জিনপিংকে কড়া 'ওষুধ' মাইক পম্পেওর

English summary
PM Modi said that India soon to take huge steps to prepare Coronavirus Vaccine during India Global Week
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X