For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির পালে হাওয়া আগের থেকে জোরদার! কারণ জানিয়ে আসন সংখ্যা জানালেন মোদী

২০১৯-এ বিজেপি ২০১৪-র থেকে বেশি আসন পাবে। জম্মুর কাঠুয়ায় নির্বাচনী প্রচারে এমনটাই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

  • |
Google Oneindia Bengali News

২০১৯-এ বিজেপি ২০১৪-র থেকে বেশি আসন পাবে। জম্মুর কাঠুয়ায় নির্বাচনী প্রচারে এমনটাই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর কারণও জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর দাবি, বিজেপির তরফে যে হাওয়া বইছে তা ২০১৪-র থেকেও জোরদার বলে জানিয়েছেন তিনি।

বিজেপির পালে হাওয়া আগের থেকে জোরদার! কারণ জানিয়ে আসন সংখ্যা জানালেন মোদী

জম্মুর কাঠুয়ায় নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী মোদী বলেন, প্রথম পর্যায়ের ভোটে ভারতের মানুষ প্রমাণ করে দিয়েছেন, গণতন্ত্র কতটা শক্তিশালী। একইসঙ্গে তিনি দাবি করেন, বিজেপির তরফে ২০১৯-এর হাওয়া ২০১৪-র থেকেও শক্তিশালী। এবার বিজেপি কংগ্রেসের থেকে তিনগুণ আসন পাবে বলেও দাবি করেছেন তিনি।

প্রধানমন্ত্রী এদিন পঞ্জাবের মুখ্যমন্ত্রী সমালোচনা করেন। সূত্রের খবর অনুযায়ী শনিবার জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের ১০০ বছর পূর্তি অনুষ্ঠানে মৃতদের প্রতি শ্রদ্ধা জানান উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। কিন্তু সেই অনুষ্ঠানের আমন্ত্রিত থেকেই অনুপস্থিত ছিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। এই ঘটনারই সমালোচনা করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী অনুষ্ঠান বয়কট করেছিলেন কেন জানেন, কংগ্রেস পরিবারের প্রতি তাঁর ভক্তির জন্য। তিনি জালিয়ানওয়ালাবাগ গিয়েছিলেন নামদারের সঙ্গে। এখানে নামদার বলতে প্রধানমন্ত্রী রাহুল গান্ধীকে বুঝিয়েছেন। মুখ্যমন্ত্রী উপ রাষ্ট্রপতির সঙ্গে অনুষ্ঠানে হাজিরাকে সঠিক বলে মনে করেননি বলেও মন্তব্য করেন মোদী।

[আরও পড়ুন:পুলিশ কর্মীদের প্যান্ট খোলার হুমকি! 'বেফাঁস' মন্তব্যের কারণ জানালেন দিলীপ ঘোষ][আরও পড়ুন:পুলিশ কর্মীদের প্যান্ট খোলার হুমকি! 'বেফাঁস' মন্তব্যের কারণ জানালেন দিলীপ ঘোষ]

প্রধানমন্ত্রী মোদী বলেন, জম্মু ও কাশ্মীরের জন্য পৃথক প্রধানমন্ত্রীর কথা বলে জনগণকে ভয় দেখাচ্ছেন বিরোধীরা। এরপরেই প্রধানমন্ত্রী ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাকে আক্রমণ করেন। দিন কয়েক আগে ওমর আবদুল্লা কাশ্মীরের পৃথ প্রধানমন্ত্রীর কথা বলেছিলেন। এসম্পর্কে কংগ্রেসের অবস্থান স্পষ্ট করতে বলেন তিনি।

[আরও পড়ুন: দ্বিতীয় দফার নির্বাচনের আগে 'সংকট'! মোদী মন্ত্রিসভা থেকে ইস্তফা দিতে চাইলেন মন্ত্রী][আরও পড়ুন: দ্বিতীয় দফার নির্বাচনের আগে 'সংকট'! মোদী মন্ত্রিসভা থেকে ইস্তফা দিতে চাইলেন মন্ত্রী]

[আরও পড়ুন:লোকসভা নির্বাচনের সমস্ত খবর পেতে ক্লিক করুন ]

English summary
PM Modi said BJP will get more seats in 2019 than in 2014
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X