For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুরক্ষায় প্রতিদিনের খরচ ১ কোটি ৬২ লক্ষ টাকা, বেড়েছে আরও বাজেট বরাদ্দ

প্রধানমন্ত্রী মোদীর সুরক্ষায় প্রতিদিনের খরচ ১ কোটি ৬২ লক্ষ টাকা

  • By
  • |
Google Oneindia Bengali News

এসপিজি বা স্পেশাল প্রোটেকশন গ্রুপ সম্পর্কিত আইনে গতবছরে নয়া সংশোধনী আনা হয়েছে। এর ফলে এটা সর্বজনবিদিত যে একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই এই সুরক্ষা বলয়ের মধ্যে থাকেন। এই নিয়ে বিরোধীরা নানা বিতর্ক তৈরি করেছে গত বছরের সংশোধনী আনার পরে।

মারানের প্রশ্ন

মারানের প্রশ্ন

এই বিষয়ে বিরোধী দল ডিএমকে-র নেতা দয়ানিধি মারান বিস্তারিত তথ্য জানতে চেয়েছিলেন সংসদে। ডিএমকে নেতা জানতে চান সিআরপিএফ ও এসপিজি সুরক্ষা বলয়ের মধ্যে দেশে কারা কারা রয়েছেন।

কিষণ রেড্ডির উত্তর

কিষণ রেড্ডির উত্তর

এই বিষয়ে সংসদে উত্তর দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী জি কিষণ রেড্ডি। তিনি জানিয়েছেন, সারাদেশে একজন রয়েছেন এসপিজি সুরক্ষা বলয়ে। যদিও তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম নেননি। অন্যদিকে কারা সিআরপিএফ সুরক্ষা বলয়ের মধ্যে রয়েছেন সেই সম্পর্কেও নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে তিনি বিস্তারিত জানাননি। ২০১৪ সালের পর থেকে কাদের কাদের নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে সেই সমস্ত ভিআইপিদের সম্পর্কেও তথ্য জানানো হয়নি।

মোট কতজনকে সুরক্ষা

মোট কতজনকে সুরক্ষা

তবে লোকসভায় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী এই বিষয়ে শুধু জানিয়েছেন সিআরপিএফ সুরক্ষা বলয়ের মধ্যে সারাদেশে ৫৬ জন ভিভিআইপি রয়েছেন।

কত বরাদ্দ বাজেটে

কত বরাদ্দ বাজেটে

তবে এই প্রশ্নের মধ্যে দিয়েই আর একটি বিষয় উঠে এসেছে। কারণ বাজেটে ৩ হাজার জন এসপিজি কম্যান্ডোর কথা বলা হয়েছে। সব মিলিয়ে বছরে খরচ পড়ছে ৫৯২.৫ কোটি টাকা। যা গতবারের থেকে ১০ শতাংশ বেশি বরাদ্দ।

বাড়ছে বরাদ্দ

বাড়ছে বরাদ্দ

২০১৯ সালে এসপিজি সুরক্ষার জন্য বাজেটে ৫৪০.১৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। চারজন এতে সুরক্ষা পেতেন। তাঁর মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী ও বাকী তিনজন গান্ধী পরিবারের। তবে এবার বাজেট বরাদ্দ ১০ শতাংশ বাড়ানো হলেও তিনজনের নাম আগেই বাদ গিয়েছে। এবং এখন বর্তমানে একজনই এসপি সুরক্ষা বলয়ের মধ্যে রয়েছেন।

গান্ধীরা বাদ

গান্ধীরা বাদ

নব্বইয়ের দশকে রাজীব গান্ধীর হত্যার পর স্পেশাল প্রোটেকশন গ্রুপ গান্ধী পরিবারের তিন সদস্য - সোনিয়া গান্ধী, রাজীব গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর সুরক্ষার জন্য স্থির করা হয়। যে সুরক্ষা প্রধানমন্ত্রীদের দেওয়া হয় সেই সুরক্ষাই গান্ধী পরিবারের সদস্যদের দেওয়া হতো যা গতবছর তুলে নেওয়া হয়েছে।

মোদীর সুরক্ষায় খরচ

মোদীর সুরক্ষায় খরচ

অন্যদিকে দেখা যাচ্ছে এসপিজির খরচের বহর প্রতিবছরই বাড়াচ্ছে কেন্দ্র। ২০১৮ সালে যা ছিল ৩৮৫ কোটি টাকা, ২০১৯ সালে তা বেড়ে হয় ৫৪০ কোটি টাকা। এবং এবছর তা প্রায় ৬০০ কোটি টাকা করা হয়েছে। অর্থাৎ হিসাব করলে দেখা যাবে, প্রতিদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পিছনে ১ কোটি ৬২ লক্ষ টাকা খরচ হচ্ছে।

English summary
PM Modi's SPG expense reaches 1.62 crore rupees per day after Budget 2020
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X