For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'এক থা টাইগার' থেকে 'টাইগার জিন্দা হ্যায়'এর বার্তা মোদীর মুখে! প্রকাশিত হল দেশে বাঘের সংখ্যা

যে কাহিনির শুরু 'এক থা টাইগার' থেকে সেই কাহিনি এখন 'টাইগার জিন্দা হ্যায়' তে গিয়ে পৌঁছেছে।

Google Oneindia Bengali News

যে কাহিনির শুরু 'এক থা টাইগার' থেকে সেই কাহিনি এখন 'টাইগার জিন্দা হ্যায়' তে গিয়ে পৌঁছেছে। আন্তর্জাতিক বাঘ দিবসে এদিন দেশে বাঘের সংখ্যা প্রকাশ করল ভারত সরকার। অনুষ্ঠানে হাজির ছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বনদফতরের মন্ত্রী প্রকাশ জাভড়েকর ও মন্ত্রকের প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। আর বাঘের সংখ্যা প্রকাশ করেই তাক লাগিয়েছে মোদী সরকার।

মোদী এদিন যে বার্তা দেন

মোদী এদিন যে বার্তা দেন

মোদী সরকার দেশে বাঘের সংখ্যা প্রকাশ করেই জানান, ২০১৮ সালে দেশে বাঘের সংখ্যার যে নির্ধারিত নম্বর দেওয়া হয়েছে, তার চেয়ে কম সময়ের মধ্যেই লক্ষ্যে পৌঁছেছে ভারত। ৪ বছর বাকি থাকতেই নির্দ্দিষ্ট সংখ্যায় পৌঁছেছে ভারত। প্রধানমন্ত্রীর বার্তা , এই তথ্য যেকোনও ভারতীয়ের কাছে গর্বের।

সবচেয়ে বেশি বাঘ কোথায়?

সবচেয়ে বেশি বাঘ কোথায়?

মধ্যপ্রদেশে এই মুহূর্তে দেশের সবচেয়ে বেশি সংখ্যক বাঘের বাস। মোট ৫২৬ টি বাঘ মধ্যপ্রদেশে রয়েছে। এরপরই কর্ণাটক রয়েছে দ্বিতীয় স্থানে। এখানে বাঘের সংখ্যা ৫২৪। উত্তরাখণ্ডে বাঘের সংখ্যা ৪৪২টি। আর এই তালিকায় উত্তরাখণ্ড তৃতীয়স্থানে।

'একথা টাইগার থেকে টাইগার জিন্দা হ্যায়'

যে কাহিনি 'একথা টাইগার' থেকে শুরু হয়েছিল তা এখন 'টাইগার জিন্দা হ্যায়' পর্যন্চ পৌঁছেছে বলে মজার ছলে নিজের ভাষণে একথা বলেন মোদী। প্রসঙ্গত, মোদীর হাতে প্রকাশিত এই রিপোর্টে সাফ বলা রয়েছে, ছত্তিশগড় ও মিজেরামে সবচেয়ে কম সংখ্যক বাঘ রয়েছে।

[আরও পড়ুন:দুর্ধর্ষ বেয়ার গ্রিলসের সঙ্গে রোমহর্ষক অভিযানে প্রধানমন্ত্রী মোদী, দেখুন ভিডিও ][আরও পড়ুন:দুর্ধর্ষ বেয়ার গ্রিলসের সঙ্গে রোমহর্ষক অভিযানে প্রধানমন্ত্রী মোদী, দেখুন ভিডিও ]

English summary
India now has 2,967 tigers and the growth in the 4th cycle of the Tiger Census has been a 33 per cent. PM Narendra Modi, who released the figures of the tiger estimation, said that India has achieved the target of doubling tiger population four years before the deadline.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X