For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোটব্যাঙ্কের রাজনীতি করা কংগ্রেসকে আর কোনও রাজ্যে এন্ট্রি নয়, রাজস্থানে গর্জে উঠলেন মোদী

রাজস্থানে নির্বাচনী প্রচারে গিয়ে শুরুতেই মাতিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

  • |
Google Oneindia Bengali News

রাজস্থানে নির্বাচনী প্রচারে গিয়ে শুরুতেই মাতিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন আজমেঢ়ে সভা করেন মোদী। সেই সভায় রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়ার পাশাপাশি স্থানীয় সমস্ত বিজেপি নেতৃত্ব উপস্থিত ছিলেন। সেই সভা থেকেই একদিকে যেমন উন্নয়নের বার্তা দিলেন মোদী, তেমনই কংগ্রেসকে জমিয়ে আক্রমণ করতেও ছাড়লেন না। মোদীর কথায়, রাজস্থানে আর পালাবদল হবে না। বিজেপিই ফের সরকার গড়বে।

আর নয় কংগ্রেস

কংগ্রেস ষাট বছর ধরে ভোটব্যাঙ্কের রাজনীতি করেছে। যার ফলে হাজারো সমস্যা তৈরি হয়েছে। দলে দলে মানুষকে ভাগ করে দিয়েছে কংগ্রেস। আর বিজেপি উন্নয়নের কথা বলছে। দুটোর মধ্যে অনেক পার্থক্য।

সার্জিক্যাল স্ট্রাইক

সার্জিক্যাল স্ট্রাইক দেশের বীর জওয়ানদের অনেক বড় পরাক্রম ছিল। দেশের সব মানুষই এই ঘটনায় খুশি হবেন। তবে কংগ্রেস তা নিয়েও রাজনীতি করেছে। রাজনীতি কংগ্রেসকে এতটাই নিচে নামিয়ে এনেছে।

ফের বিজেপি

রাজস্থানে কোনও সরকারই বেশিদিন থাকতে পারে না। এটাই ট্রেন্ড হয়ে গিয়েছিল। তবে সেটা এবার পাল্টে যাবে। ফের বিজেপি সরকার গড়বে। কারণ রাজস্থান সঙ্কল্প করে ফেলেছে। বিভেদ সৃষ্টিকারী কংগ্রেসকে আর কোনও রাজ্যে ঢুকতে দেবেন না।

মোদীর স্পষ্ট নীতি

মোদী বলেছেন, বিজেপির নীতি স্পষ্ট, সঠিক দিশায় দল ও সরকার এগোচ্ছে। আমাদের মনোভাব নিয়ে কেউ সন্দেহ প্রকাশ করতে পারবে না। ফলে বিজেপিকে নিয়ে বিশ্লেষণ করতে বসলে দেখবেন, উজ্জবল ভবিষ্যতকে সামনে দেখতে পাবেন।

English summary
PM Modi in Rajasthan's Ajmer, attacks congress for dividing countries
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X