For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে পেনাল্টিতে গোল খেলেন মোদী-রাহুল

টুইটারের সমীক্ষা বলছে, নরেন্দ্র মোদী ও রাহুল গান্ধী বহু ফলোয়ার খুইয়েছেন।

  • |
Google Oneindia Bengali News

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী জনসভায় যেভাবে বক্তব্য রেখে জনসংযোগ করেন, একইভাবে তাঁদের জনসংযোগের বড় মাধ্যম হল সোশ্যাল মিডিয়া। আর সেখানেই বড় ধাক্কা খেলেন দুজনেই। কারণ মাইক্রোব্লগিং সাইট টুইটারে একধাক্কায় দুজনের ফলোয়ারই কমে গিয়েছে।

টুইটার অভিযান

টুইটার অভিযান

বিজনেস স্ট্যান্ডার্ড এর রিপোর্ট অনুযায়ী গত নভেম্বরে 'ফেক প্রোফাইল' গুলির বিরুদ্ধে কড়া অবস্থান নেয় টুইটার। সেগুলি বন্ধ করে দেওয়া হয়। এদের মধ্যে অনেকেই মোদী কিংবা রাহুলের ফলোয়ার ছিলেন।

খোয়াচ্ছেন ফলোয়ার

খোয়াচ্ছেন ফলোয়ার

টুইটারের সমীক্ষা বলছে, নরেন্দ্র মোদী এর ফলে ১ লক্ষ ফলোয়ার খুইয়েছেন। এদিকে রাহুল গান্ধীর খোয়া গিয়ে ৯ হাজার টুইটার ফলোয়ার।

প্রযুক্তি সংস্থার সমীক্ষা

প্রযুক্তি সংস্থার সমীক্ষা

ইন্দ্রপ্রস্থ ইনস্টিটিউট অব টেকনোলজি এই সমীক্ষা চালিয়েছে। ২০১৪ সালে সোশ্যাল মিডিয়ার অবস্থা ও ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে সোশ্যাল মিডিয়ার অবস্থা কেমন রয়েছে তা নিয়েই মূলত সমীক্ষা করা হয়েছে।

বড় নেতাদের ধরে সমীক্ষা

বড় নেতাদের ধরে সমীক্ষা

সমীক্ষায় দেশের সমস্ত বড় রাজনৈতিক দলের ও নেতাদের টুইটার অ্যাকাউন্টকে ধরে বিচার করা হয়েছে। সবমিলিয়ে মোট ৯২৫টি অ্যাকাউন্টকে সমীক্ষার আওতায় রাখা হয়েছে।

ক্ষতি অনেকেরই

ক্ষতি অনেকেরই

শুধু মোদী বা রাহুল নন, কিরেণ রিজিজু, ভূপিন্দর যাদব, অনুরাগ ঠাকুরদের মতো নেতাদের টুইটার অ্যাকাউন্ট থেকেও অনেক ফলোয়ার গায়েব হয়ে গিয়েছেন।

গতবছরেও হয় অভিযান

গতবছরেও হয় অভিযান

প্রসঙ্গত, গতবছরের জুলাই মাসে একইরকমভাবে টুইটার কর্তৃপক্ষ অভিযান চালায়। তাতে এভাবেই দুজনের ফলোয়ার কমে গিয়েছে। নরেন্দ্র মোদীর একধাক্কায় তিন লক্ষ ও রাহুল গান্ধীর একধাক্কায় ১৭ হাজার ফলোয়ার কমে গিয়েছে।

English summary
PM Modi, Rahul Gandhi lose thousands of Twitter followers after crackdown on fake profiles
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X