For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সন্ত্রাস বিধ্বস্ত ছত্তিশগড়ে আজ শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারে ঝড় তুলতে চলেছেন মোদী-রাহুল

সন্ত্রাস বিধ্বস্ত ছত্তিশগড়ে ভোটের প্রচারে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

  • |
Google Oneindia Bengali News

দান্তেওয়াড়ার একের পর এক হামলা চালাচ্ছে মাওবাদীরা। রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে ভোটের আগে কার্যত যুদ্ধ ঘোষণা করা হয়েছে। ভোট বয়কট করা হয়েছে। ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটিয়ে আধাসেনা ও আমজনতাকে মেরে ফেলা হচ্ছে। আর এসবের মধ্যেই সন্ত্রাস বিধ্বস্ত ছত্তিশগড়ে ভোটের প্রচারে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

মাও হামলার পরে আজ ছত্তিশগড়ে নির্বাচনী প্রচারে মোদী-রাহুল

নরেন্দ্র মোদী মাও অধ্যুষিত বস্তারের জেলা সদর জগদলপুরে সভা করবেন। আর রাহুল গান্ধী দুদিনের রাজ্য সফরে মোট পাঁচটি সভা করবেন। যার মধ্যে রয়েছে মুখ্যমন্ত্রী রমন সিংয়ের আসন রাজনন্দগাঁও।

এদিন প্রধানমন্ত্রীর সকাল ১১টা ২০ মিনিটে ছত্তিশগড়ে পৌঁছনোর কথা। সেখানে সভা করে দিল্লি উড়ে যাবেন তিনি। নির্বাচন উপলক্ষ্যে এই প্রথম সভা করবেন প্রধানমন্ত্রী।

রাহুল এদিন প্রথম সভা করবেন পাখাঞ্জোরে। তারপরে রাজনন্দগাঁও, দোনগরগড়েও সভা ও রোড শো করবেন।

ছত্তিশগড়ে মোট ১৮টি আসনে ১২ নভেম্বর ভোট হবে। এর মধ্যে ১২টি জেলাই মাও অধ্যুষিত। বাকী ৭২টি আসনে ২০ নভেম্বপ ভোট হবে। মোট ১২৯১জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে এখানে। ভোটের ফল বেরোবে ১২ ডিসেম্বর।

English summary
PM Modi, Rahul Gandhi to campaign for Chhattisgarh Elections today
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X