For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেজরিওয়ালের ওপরে হামলার নেপথ্যে রয়েছেন মোদী-রাহুল, অভিযোগ আপের

কেজরিওয়ালের ওপরে হামলার নেপথ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী দুজনেই রয়েছেন।

  • |
Google Oneindia Bengali News

কয়েকদিন আগে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের রোড শোয়ে তাঁক ওপরে হামলা হয়। আচমকা নিরাপত্তা বেষ্টনী ভেঙে একজন এসে সপাটে চড় মারেন দিল্লির মুখ্যমন্ত্রীকে। সেই ঘটনা নিয়ে আজব দাবি করলেন আপ নেতা সঞ্জয় সিং।

কেজরিওয়ালের ওপরে হামলার নেপথ্যে রয়েছেন মোদী-রাহুল, অভিযোগ আপের

তাঁর দাবি, কেজরিওয়ালের ওপরে হামলার নেপথ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী দুজনেই রয়েছেন। এদের ইশারাতেই হামলা হয়েছে।

আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয়ের কথায়, এই নিয়ে ৯ বার কেজরির ওপরে হামলা হল। এটা সহজ ঘটনা নয়। বারবার হামলার পিছনে ষড়যন্ত্র রয়েছে। কেজরির জীবন সঙ্কটে রয়েছে। এই বিষয়ে দিল্লির পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করে তদন্তের আর্জিও জানানো হয়েছে।

[আরও পড়ুন: ফিল্মে পাকিস্তান বিরোধী ঝাঁঝালো সংলাপ বললেও বালাকোটে এয়ারস্ট্রাইক নিয়ে এ কী বললেন সানি!][আরও পড়ুন: ফিল্মে পাকিস্তান বিরোধী ঝাঁঝালো সংলাপ বললেও বালাকোটে এয়ারস্ট্রাইক নিয়ে এ কী বললেন সানি!]

আপের দাবি, হামলাকারীর স্ত্রী জানিয়েছেন, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কেউ কিছু বললে তা স্বামী সহ্য করতে পারেন না। যার অর্থ দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে কেউ কিছু বলতে পারবে না। আমাদের মনে হচ্ছে এই হামলার নেপথ্যে প্রধানমন্ত্রী মোদী রয়েছেন।

একইসঙ্গে এমন ঘটনায় রাহুল গান্ধীর চুপ করে থাকা নিয়েও আপ প্রশ্ন তুলেছে। কংগ্রেসও এতে জড়িত বলে আপের দাবি।

প্রসঙ্গত, কেজরিওয়ালকে চড় মারা জনৈক সুরেশের দুই দিনের বিচারবিভাগীয় হেফাজত হয়েছে। এছাড়াও বেশ কয়েকটি মামলায় সুরেশকে অভিযুক্ত করে দিল্লি পুলিশ তদন্ত চালাচ্ছে।

[আরও পড়ুন: মমতা নয়, প্রধানমন্ত্রী পদে ১৯৯৬-এর ফর্মুলা অনুসরণ! দৌত্য শুরু মুখ্যমন্ত্রীর 'বিশ্বস্ত' নেতার][আরও পড়ুন: মমতা নয়, প্রধানমন্ত্রী পদে ১৯৯৬-এর ফর্মুলা অনুসরণ! দৌত্য শুরু মুখ্যমন্ত্রীর 'বিশ্বস্ত' নেতার]

English summary
PM Modi, Rahul Gandhi behind attack on Arvind Kejriwal, alleges AAP MP Sanjay Singh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X