For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রেলের একশো শতাংশ বিদ্যুতায়ন নিয়ে বাধ সাধলেন মোদী ! কোন কারণে এমন হল

দেশের রেল নেটওয়ার্কে ১০০ শতাংশ বিদ্যুতায়নের কাজে বাধ সাধলেন খোদ দেশের প্রধানমন্ত্রী নরোন্দ্র মোদী! জানা গিয়েছে, সোমবার রেলবোর্ড, রেলমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী

  • |
Google Oneindia Bengali News

দেশের রেল নেটওয়ার্কে ১০০ শতাংশ বিদ্যুতায়নের কাজে বাধ সাধলেন খোদ দেশের প্রধানমন্ত্রী নরোন্দ্র মোদী! জানা গিয়েছে, সোমবার রেলবোর্ড, রেলমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। বৈঠকে বিদ্যুতায়নের প্রসঙ্গ নিয়ে আলোচনা হতেই, কোন নীতিতে এই কজা হচ্ছে, সেই কথাটিও ওঠে। আর কাজের নীতিতেই অসন্তুষ্ট হন প্রধানমন্ত্রী।

রেলের একশো শতাংশ বিদ্যুতায়ন নিয়ে বাধ সাধলেন মোদী ! কোন কারণে এমন হল

[আরও পড়ুন: উত্তর-পূর্বের এই বিজেপি রাজ্য অস্ত্র পাচারের স্বর্গরাজ্য হয়ে উঠেছে ][আরও পড়ুন: উত্তর-পূর্বের এই বিজেপি রাজ্য অস্ত্র পাচারের স্বর্গরাজ্য হয়ে উঠেছে ]

জানা গিয়েছে, ১০০ শতাংশ বিদ্যুতায়নের কাজের ধরন নিয়ে বৈঠকে প্রশ্ন তোলেন মোদী। বৈঠকে এনিয়ে প্রধানমন্ত্রীকে বোঝাবার চেষ্টা করেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। কিন্তু বার বারই প্রজেক্টের নীতি নিয়ে পীযূষ গোয়লকে একটিই প্রশ্ন করা হয় যে , যেখানে দেশের এতগুলি ডিজেল চালিত ইঞ্জিন রয়েছে সেখানে এরকমভাবে তাড়াহুডো় করে বিদ্যুতায়ন করার কী প্রয়োজন?

বৈঠক থেকে প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে , রেলে দেওয়া বরাদ্দ অর্থ থেকে আয় কতটা হচ্ছে , কতটা বিনিয়োগ হয়েছে তার খতিয়ান দেখতে বেশি আগ্রহী কেন্দ্র। রেলকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, বাজেট নির্ভর হয়ে বিদ্যুতায়নের কাজকে বার্ষিক লক্ষ্য হিসাবে দেখে এগোনোর পরামর্শ দেওয়া হয়েছে রেলের তরফে। উল্লেখ্য, ইতিমধ্যেই রেলমন্ত্রক জানিয়ে দিয়েছে , ২০২১ -২২ সালের মধ্যে ভারতীয় রেলে সম্পূর্ণ বিদ্যুতায়ন হবে। এবার সেই লক্ষ্যে চলতে গিয়ে খোদ প্রধানমন্ত্রী অসন্তুষ্ট হয়ে পড়ায় কিছুটা হলেও ব্যকফুটে রেল।

[আরও পড়ুন:মুসলিম বিয়েতে গান বাজনা চলবে না, ফতোয়া জারি যোগীরাজ্যের এই সংগঠনটির ][আরও পড়ুন:মুসলিম বিয়েতে গান বাজনা চলবে না, ফতোয়া জারি যোগীরাজ্যের এই সংগঠনটির ]

English summary
PM Modi puts brakes on Railways’ full-electrification plan.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X