For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সরকারের কাজের পর্যালোচনা! মোদী এইভাবেই ঠিক করেদিলেন রূপরেখা

প্রধানমন্ত্রী বলেছেন, মানুষের আশা ছিল বেশি। কারণ তারা জানেন, পূর্বতন সরকারগুলির থেকে তাঁরা বেশি কাজ করেছেন। আর দেশের মানুষ জানেন, যখন তাঁরা কিছু বলেন, সরকার তা শোনে এবং করে দেখায়।

  • |
Google Oneindia Bengali News

যে সময়ে দেশে শোনা যাচ্ছে, সামনের নির্বাচনে তাঁকে বিরোধী জোটের সামনে পড়তে হতে পারে, ঠিক সেই সময় বিদেশে গিয়ে পূর্বতন সরকারগুলির থেকে ভাল কাজের দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর দেশে ক্ষোভ নিয়ে প্রধানমন্ত্রীর সাফাই, তাঁর সরকারের থেকে দেশের মানুষ আরও আশা করেছিলেন। সেই আশা অপূর্ণ থেকে যাওয়া থেকে ক্ষোভ রয়েছে মানুষের মধ্যে।

সরকারের কাজের পর্যালোচনা! মোদী এইভাবেই ঠিক করেদিলেন রূপরেখা

প্রধানমন্ত্রী বলেছেন, মানুষের আশা ছিল বেশি। কারণ তারা জানেন, পূর্বতন সরকারগুলির থেকে তাঁরা বেশি কাজ করেছেন। আর দেশের মানুষ জানেন, যখন তাঁরা কিছু বলেন, সরকার তা শোনে এবং করে দেখায়।

আগামি মাসেই সরকারের চার বছর পূর্ণ হচ্ছে। দেশের মানুষ তাঁর সরকারের কাজের পর্যালোচনা কী ভাবে করবে, তা তিনি নিজেই ঠিক করে দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, তাঁর সরকারের চার বছরের সঙ্গে আগেকার সরকারের পাঁচ বছরের কাজের তুলনা করা হোক।

আগের সরকারের সঙ্গে তুলনায় তাঁর সরকার কোথায় দাঁড়িয়ে, সেই তুলনা করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, তিনি হলফ করে বলতে পারেন, যে কোনও পরিমাপেই মাপা হোক না কেন, দেশের ভাল-র জন্য কোনও কিছু বাকি রাখা হয়নি। একইসঙ্গে প্রধানমন্ত্রীর দাবি, আগের সঙ্গে বর্তমানের বিস্তর ফারাক রয়েছে।

তিনি কীভাবে ইতিহাসকে স্মরণ করতে চান, তা জানতে চাওয়া হয় শ্রোতাদের তরফে। সেই সময় তিনি পাল্টা প্রশ্ন করেন বেদের লেখক কে। মোদী নিজেই উত্তর দেন, কেউই জানেন না। তাই মোদী কে। সে তো একটা ছোট্ট বস্তু। উত্তর দেন মোদী। ইতিহাসে স্মরণ করা তাঁর উদ্দেশ্য নয় বলেও শ্রোতাদের জানিয়েছেন মোদী।

English summary
PM Modi outlines how he would like people to evaluate his government's performance.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X