For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তামাকজাত পণ্যের প্যাকেটে সতর্কীকরণের ছবি আরও বড় আকারে ছাপাতে নির্দেশ প্রধানমন্ত্রীর

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ৪ এপ্রিল : তামাকজাত পণ্যের প্যাকেটের অন্তত ৬৫ শতাংশ জায়গা জুড়ে দিতে হবে বিধিবদ্ধ সতর্কীকরণের ছবি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রককে শনিবার এমনই কড়া নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এর আগে এনডিএ সরকার তামাকজাত পণ্যের প্যাকেটে বিধিবদ্ধ সতর্কীকরণের ছবি ৪০ শতাংশ থেকে বাড়িয়ে ৮০ শতাংশ করার পরামর্শ দিলেও সংসদীয় প্যানেল তাতে সম্মতি জানায়নি। স্বাস্থ্যমন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জেপি নাড্ডা জানিয়েছিলেন যে সংসদীয় প্যানেলের কথামতোই তাঁরা চলবেন।

তামাকজাত পণ্যের প্যাকেটে সতর্কীকরণের ছবি আরও বড় আকারে ছাপাতে নির্দেশ প্রধানমন্ত্রীর


এরই মধ্যে বিতর্ক তৈরি করেন এক বিজেপি সাংসদ তথা সংসদীয় প্যানেলের প্রধান দিলীপ গান্ধী। মঙ্গলবার তিনি জানান, কোনও ভারতীয় সমীক্ষা নিশ্চিত করতে পারেনি যে তামাক সেবনে ক্যানসার হয়।

শুধু তাই নয়, মহারাষ্ট্রের এই বিজেপি সাংসদের নেতৃত্বাধীন সংসদীয় প্য়ানেলই সরকারের কাছে আবেদন জানায় তামাকজাত পণ্যের প্যাকেটের উপর সতর্কতামূলক ছবির আকার বড় করার প্রস্তাবে আপাতত স্থগিতাদেশ জারি করুক কেন্দ্র।

তাঁর বক্তব্যকে সমর্থন করে নানা জায়গার বিজেপি নেতারা আর একদফা বিতর্কিত মন্তব্য করে ঘটনার উত্তাপ বাড়ান। যা নিয়ে সারা দেশে তুমুল হট্টগোল শুরু হয়। মোদী সরকারের বিরুদ্ধে সরব হন বিরোধীরা।

এদিন প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের পর এই নিয়ে গোলযোগ থামবে বলেই আশা করা যাচ্ছে।

প্রসঙ্গত, ভারতে ওরাল ক্যানসারে আক্রান্তের সংখ্যা সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি এবং এর মুখ্য কারণই হল তামাকদজাত দ্রব্য সেবন।

English summary
PM Modi orders to increase size of pictorial warning on tobacco products
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X