For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অধঃগমনে অর্থনীতি, শিল্পপতিদের সঙ্গে বৈঠকে শ্রোতা মোদী আলোচনা সারলেন নানা বিষয়ে

  • |
Google Oneindia Bengali News

দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিল্পপতিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন। শিল্পপতিদের মধ্যে উপস্থিত ছিলেন রতন টাটা, অনিল আম্বানি, গৌতম আদানি থেকে শুরু করে অনেকেই। দেশের অর্থনীতিকে কিভাবে সঠিক দিশা দেখানো যায়, কীভাবে আরও কমসংস্থান তৈরি করা যায়, বাজেটের আগে নানা গুরুত্বপূর্ণ অর্থনৈতিক দিক নিয়ে প্রধানমন্ত্রী আলোচনা করেছেন বলে খবর।

শিল্পপতিদের সঙ্গে বৈঠকে শ্রোতা মোদী আলোচনা সারলেন নানা বিষয়ে

সরকারি আধিকারিক সূত্রে খবর, এদিন প্রধানমন্ত্রী বক্তা নয়, মূলত শ্রোতার ভূমিকায় ছিলেন। বিশিষ্ট শিল্পপতিদের কাছ থেকে নানা বিষয়ে পরামর্শ নেন তিনি। টেলিকম থেকে পরিকাঠামো উন্নয়ন - বিভিন্ন ক্ষেত্রে কীভাবে আরও প্রগতির পথে এগিয়ে নিয়ে যাওয়া যায় দেশকে, সেই বিষয়ে মনোযোগ দিয়ে নানা পরামর্শ শুনেছেন প্রধানমন্ত্রী মোদী।

কেন্দ্র সরকার দেশের শিল্পোদ্যোগীদের কাছাকাছি নিয়ে অর্থনীতিকে চাঙ্গা করতে চাইছে। আশা করছে নতুন বছরে দেশে অধিক কর্মসংস্থান সৃষ্টি হবে। অর্থনীতির পাশাপাশি কীভাবে ব্যবসায়ীরা লাল ফিতের ফাঁস কাটিয়ে আরও ভালোভাবে ব্যবসায়িক উন্নতি করতে পারেন সেই বিষয়ে প্রধানমন্ত্রী আলোচনা করেছেন বলে খবর।

এদিন অর্থনীতিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। সেনসেক্স ৭৮৮ পয়েন্ট নিচে নেমে গিয়েছে, তেলের দাম মার্কিন যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে দ্বন্দ্বের ফলে বেশ কিছুটা বেড়েছে, টাকার দাম ডলারের তুলনায় আরও কিছুটা বেড়েছে। এরকম অবস্থায় প্রধানমন্ত্রী শিল্পবোধের সঙ্গে বৈঠক গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই মনে করা হচ্ছে।

English summary
PM Modi meets top businessmen of the country, discuss several issues regarding Economy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X