For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্ব উদ্যোগপতি সম্মেলনের উদ্বোধন, উপস্থিত প্রধানমন্ত্রী মোদী ও ট্রাম্প কন্যা ইভাঙ্কা

হায়দরাবাদে শুরু হল জিই সামিট ২০১৭। তার আগে হয়ে গেল ইভাঙ্কা-মোদী বৈঠক।

  • |
Google Oneindia Bengali News

হায়দরাবাদে অনুষ্ঠিত হচ্ছে গ্লোবাল আন্তঃপ্রেনিয়রশিপ সামিট বা উদ্যোগপতিদের বিশ্ব সম্মেলন। দক্ষিণ এশিয়ায় ভারতই প্রথম দেশ যেখানে এই সামিট আয়োজিত হতে চলেছে। দেশ বিদেশের প্রায় ৪৪ হাজার শিল্পপতি এই সামিটে অংশ নিয়েছেন।

Live : বিশ্ব উদ্যোগপতি সম্মেলনের উদ্বোধন, বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী

রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানি থেকে দেশের একাধিক নামী শিল্পপতি এই সামিটে যোগ দিচ্ছেন। সামিটের ফাঁকে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে এদিন দেখা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা। এছাড়াও মুকেশ আম্বানি সহ একাধিক শিল্পপতির সঙ্গেও দেখা করার কথা ট্রাম্প কন্যার। এছাড়াও এদিন ইভাঙ্কার সঙ্গে দেখা করেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।

জিই সামিটের আগে ইভাঙ্কা-মোদী বৈঠক

এদিকে, জিই সম্মেলনে অংশ নিতে পেরে খুসি ইভাঙ্কাও। তিনিও টুইট বার্তায় তা প্রকাশ করেছেন।

বিকেল ৪:৪৬ মিনিট- সভাস্থলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ইভাঙ্কা ট্রাম্পের উপস্থিতিতে শুরু হল জিই সামিট ২০১৭ ।

বিকেল ৫:০৪ মিনিট- সভায় বক্তব্য রাখেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।

বিকেল :৫:১৩ মিনিট- বক্তব্য রাখছেন ইভাঙ্কা ট্রাম্প।

  • মোদীর ভূয়সী প্রশংসায় ইভাঙ্কা ট্রাম্প।
  • ভারত দ্রুততম আর্থিক উন্নয়নে সামিল একটি দেশ , বললেন ইভাঙ্কা।
  • বিনিয়োগকারীদের পছন্দের গন্তব্য হল তেলাঙ্গানা, এমনই জানালেন ইভাঙ্কা।
  • 'চা ওয়ালা' তকমা নিয়ে ইভাঙ্কার বক্তব্য রাখেন নরেন্দ্র মোদীর বিষয়ে।

বিকেল ৫:৩৫ মিনিট- বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

  • উন্নয়নের জন্য প্রয়োজন মহিলাদের জানালেন মোদী।
  • ভারতে মহিলাদের অবদানের প্রশংসা করেন মোদী।
  • মঙ্গল অভিযান সমেত মহাকাশ বিজ্ঞানে ভারতকে এগিয়ে দিয়েছেন মহিলারা: মোদী।
  • এই সম্মেলনে উপস্থিত অভ্যাগতদের ৫০ শতাংশই মহিলা।
  • আধার ও ডিজিটাল ডেটাবেস নিয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।

সন্ধ্যে ৫:৫৯ মিনিট: বক্তব্য রাখছেন বিদশমন্ত্রী সুষমা স্বরাজ

English summary
The United States President Donald Trump's daughter and advisor Ivanka Trump arrived for Global Entrepreneurship Summit in Hyderabad on Tuesday.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X