For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ট্রাম্পকে পাশে রেখেই ইরানের সঙ্গী হল ভারত! মোদীর সঙ্গে বৈঠকে জল্পনা

রাষ্ট্রসংঘে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

  • |
Google Oneindia Bengali News

রাষ্ট্রসংঘে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক নানা বিষয় নিয়ে তাঁদের মধ্যে কথা হয়েছে বলে জানা গিয়েছে। ইরানের পারমাণবিক পরিকল্পনার জন্য আমেরিকার সঙ্গে তাদের সম্পর্ক খারাপ পর্যায়ে রয়েছে। সেই রকম একটা পরিস্থিতিতে মোদীর সঙ্গে ইরানের প্রেসিডেন্টের এই বৈঠক যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

ট্রাম্পকে পাশে রাখেই ভারতের সঙ্গী হল ইরান! মোদীর সঙ্গে বৈঠকে জল্পনা

ভারতের বিদেশমন্ত্রকের মুখপত্র রাভীশ কুমার জানিয়েছেন, দ্বিপাক্ষিক বিষয় ছাড়াও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে দুপক্ষের।

গত জুনে কিরঘিজিস্তানের বিসকেকে দুপক্ষের বৈঠক হলেও, সময়ের অভাবে তা পরিকল্পনা অনুযায়ী হয়নি। ভারত বিশ্বের সব থেকে বেশি তেল ব্যবহারকারী দেশ। দেশে ব্যবহৃত তেলের প্রায় ৮০ শতাংশই আমদানি করতে হয় ভারতকে। বর্তমান সময়ে দাঁড়িয়ে ইরাক ও সৌদি আরবের পর ইরান হল ভারতকে তেল রপ্তানিকারী হিসেবে তৃতীয় দেশ।

ইরান থেকে তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার ছয়মাস অতিক্রান্ত হয়েছে ২ মে। পরবর্তী সময়ে ওয়াশিংটন আর একে বাড়ায়নি।

২০১৬ সালের মে মাসে মোদী তেহেরান সফর করেছিলেন।

English summary
PM Modi meets Iranian President Hassan Rouhani and discussed issues of mutual and regional interests.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X