For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লকডাউনের মেয়াদ কি বাড়বে? ফের জনগণের উদ্দেশ্যে ভাষণ রাখতে পারেন প্রধানমন্ত্রী মোদী

Google Oneindia Bengali News

করোনা ভাইরাস সংক্রমণের জেরে দেশের পরিস্থিতি ক্রমেই গম্ভীর হয়ে পড়ছে। এই পরিস্থিতিতে দেশজুড়ে লকডাউন বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। তবে মঙ্গলবার সন্ধ্যায় জনগণকে লকডাউন নিয়ে জল্পনা না বাড়িয়ে শান্ত থাকার আবেদন জানায় কেন্দ্র। কেন্দ্রের তরফে জানানো হয় যে কোনও সিদ্ধান্ত নেওযা হলে তা নিয়ে ঘোষণা করা হবে।

ইতিমধ্যেই ওড়িশাতে বাড়ানো হয়েছে লকডাউন

ইতিমধ্যেই ওড়িশাতে বাড়ানো হয়েছে লকডাউন

তবে এরই মধ্যে দেশের প্রথম রাজ্য হিসেবে লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিল ওড়িশা সরকার। ৩০ এপ্রিল পর্যন্ত ওড়িশায় জারি থাকবে লকডাউন। তবে রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে ১৭ জুন পর্যন্ত। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করেছেন যাতে ৩০ এপ্রিল পর্যন্ত ট্রেন ও বিমান চলাচল শুরু করা না হয়।

লকডাউন বাড়ানোর আর্জি জানিয়েছে মহারাষ্ট্রও

লকডাউন বাড়ানোর আর্জি জানিয়েছে মহারাষ্ট্রও

এদিকে পরিস্থিতি বিচার করে লকডাউন অন্তত ৩০ এপ্রিল পর্যন্ত বাড়াতে কেন্দ্রের কাছে আর্জি জানিয়েছে মহারাষ্ট্র সরকারও। পর্যালোচনার পর্বে রয়েছে সেই আর্জি। স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী দেশে এখন মোট সংক্রমিত ৬,৪১২ জন। এর মধ্যে আবার ভারতে এই রোগের সংক্রমণ সবচেয়ে বেশি ছড়িয়েছে মহারাষ্ট্রে, সেখানে এখনও পর্যন্ত ১,৩৬৪ জন করোনা পজিটিভ। গত ২৪ ঘণ্টাতেই ২৫ জন মারা যান মহারাষ্ট্রে। সেখানে মোট মৃতের সংখ্যা প্রায় ১০০।

শনিবার নেওযা হতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত

শনিবার নেওযা হতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত

অসমর্থিত সূত্র মারফত জানা যাচ্ছে যে ১১ এপ্রিলে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। এটি লকডাউন চলাকালীন দ্বিতীয় এরম বৈঠক হবে। আর মনে করা হচ্ছে যে সম্ভবক এই বৈঠকেই লকডাউন বাড়ানো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে কেন্দ্রের তরফে।

জাতির উদ্দেশ্যে ফের ভাষণ রাখতে পারেন প্রধানমন্ত্রী

জাতির উদ্দেশ্যে ফের ভাষণ রাখতে পারেন প্রধানমন্ত্রী

মনে করা হচ্ছে এরপরই জাতির উদ্দেশ্যে ফের ভাষণ রাখতে পারেন প্রধানমন্ত্রী। সেই সময়ই ঘোষণা করে তিনি জানাতে পারেন যে আদও মঙ্গলবার করোনা লকডাউন উঠতে চলেছে কি না। এর আগে অবশ্য সর্ব দল বৈঠকে মোদী জানিয়ে ছিলেন বর্তমান পরিস্থিতিতে দেশের উপর থেকে লকডাউন তুলে নেওয়া প্রায় সম্ভব নয়। আর তাতেই মনে হচ্ছে যে ১৪ তারিখ সম্ভবত লকডাউন উঠবে না।

English summary
pm modi may again address to nation to reveal whether or not coronavirus lockdown to end
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X