For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নতুন সিবিআই ডিরেক্টর কে হবেন! ঠিক করতে মোদী বসছেন ২৪ তারিখ

আগামী ২৪ জানুয়ারি নতুন সিবিআই ডিরেক্টর খুঁজে নিতে বৈঠকে বসছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কমিটি।

  • |
Google Oneindia Bengali News

আগামী ২৪ জানুয়ারি নতুন সিবিআই ডিরেক্টর খুঁজে নিতে বৈঠকে বসছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কমিটি। এই কমিটির আর দুই মাথা হলেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ও লোকসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খারগে।

নতুন সিবিআই ডিরেক্টর কে হবেন! ঠিক করতে মোদী বসছেন ২৪ তারিখ

সূত্রের খবর, সরকার ২১ জানুয়ারি বৈঠকে বসতে চেয়েছিল। তবে খারগে ২৪ অথবা ২৫ জানুয়ারি বৈঠকের দাবি জানান। সেইমতো ২৪ তারিখ বৈঠক হবে।

অলোক বর্মাকে সরানোর পর স্থায়ী সিবিআই ডিরেক্টরের পদ খালি রয়েছে। তাঁর জায়গায় অস্থায়ী ডিরেক্টর হিসাবে দায়িত্ব নেন এম নাগেশ্বর রাও।

[আরও পড়ুন: সেরা নেত্রী মমতাই! অগ্নিকন্যাকেই বাজি ধরছেন এমকে নারায়ণন ][আরও পড়ুন: সেরা নেত্রী মমতাই! অগ্নিকন্যাকেই বাজি ধরছেন এমকে নারায়ণন ]

তারপর থেকেই কংগ্রেস কেন্দ্রকে তোপ দেগে চলেছে। কারণ এর আগেও অলোক বর্মাকে সরানোর পর এই নাগেশ্বর রাওকেই মোদী দায়িত্ব দিয়েছিলেন। তাই যত তাড়াতাড়ি সম্ভব নতুন ডিরেক্টর নিয়োগের আর্জি জানানো হয়েছে।

[আরও পড়ুন: অনিল কুম্বলে যোগ দিচ্ছেন বিজেপিতে! ভাইরাল পোস্টের গুগলিতে ঘায়েল নেটিজেনরা ][আরও পড়ুন: অনিল কুম্বলে যোগ দিচ্ছেন বিজেপিতে! ভাইরাল পোস্টের গুগলিতে ঘায়েল নেটিজেনরা ]

এর আগে নাগেশ্বর রাও দায়িত্বে পেয়েই বেশ কয়েকজন সরিয়ে দিয়েছিলেন। যা নিয়ে অনেক বিতর্ক হয়েছে। এখন দেখার সরকার কাকে স্থায়ী সিবিআই ডিরেক্টর পদে বেছে নেয়।

English summary
PM Modi-led Selection Panel to meet on January 24 to decide on new CBI director
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X