For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিবিআই প্রধান বাছাই বৈঠক ফের নিষ্ফলা, নাম রয়েছে আস্থানারও

সিবিআই প্রধান বাছা নিয়ে এই নিয়ে দ্বিতীয়বার বৈঠকে বসল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে তিন সদস্যের হাই পাওয়ার কমিটি।

  • |
Google Oneindia Bengali News

সিবিআই প্রধান বাছা নিয়ে এই নিয়ে দ্বিতীয়বার বৈঠকে বসল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে তিন সদস্যের হাই পাওয়ার কমিটি। আগের বারের পর এবারের বৈঠকও নিষ্ফলা হল। গতবারে ৭০ জনের নাম পেশ হয়েছিল। এবারে বাছাই হল ৩৩ জনের নাম। তাও কারও নাম চূড়ান্ত হল না।

সিবিআই প্রধান বাছাই বৈঠক ফের নিষ্ফলা, নাম রয়েছে আস্থানারও

এই বৈঠকে নরেন্দ্র মোদী ছাড়াও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ও লোকসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খারগে উপস্থিত ছিলেন।

সিবিআই ডিরেক্টর পদ থেকে অলোক বর্মাকে সরিয়ে এখন অন্তর্বর্তীকালীন ডিরেক্টর করে রাখা হয়েছে এম নাগেশ্বর রাওকে। শুক্রবারের বৈঠকের পর সিবিআই প্রধান হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন মধ্যপ্রদেশের ডিজিপি আরকে শুক্লা।

এছাড়াও নাম রয়েছে - সিআরপিএফ ডিজি আরআর ভটনাগর, সিবিআই স্পেশাল ডিরেক্টর অরবিন্দ কুমার, উত্তরপ্রদেশের আইপিএস জাভেদ আহমেদ, ডিজি এপি মহেশ্বরী, রজনীকান্ত মিশ্র, গুজরাত ডিজিপি শিবানন্দ ঝা, এমনকী সাসপেন্ড হওয়া রাকেশ আস্থানাও।

এই রাকেশ আস্থানাকে নিয়েই গোলমালের সূত্রপাত। অলোক বর্মার সঙ্গে গোলমালের জেরে শেষ অবধি দুজনকেই সরিয়ে দেওয়া হয়। আস্থানা ও বর্মা একে অপরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হন। আস্থানার বিরুদ্ধে সিবিআই তদন্তও চলছে। ফলে তাঁর নাম তালিকায় থাকা অবশ্যই চমকপ্রদ ঘটনা।

English summary
PM Modi-led panel’s meet on CBI chief remains ‘inconclusive’
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X