For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জোজিলা টানেলের ভিত্তিপ্রস্তর স্থাপন! প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে কড়া নিরাপত্তার বন্দোবস্ত

জোজিলা টানেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লে-তে শ্রীনগর-লে জাতীয় সড়কের ওপর ওই টানেল তৈর করা হবে। এছাড়াও জম্মুতেও একাধিক অনুষ্ঠান রয়েছে প্রধানমন্ত্রীর।

  • |
Google Oneindia Bengali News

জোজিলা টানেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লে-তে শ্রীনগর-লে জাতীয় সড়কের ওপর ওই টানেল তৈর করা হবে। এছাড়াও জম্মুতেও একাধিক অনুষ্ঠান রয়েছে প্রধানমন্ত্রীর। শের-ই কাশ্মীর ইউনিভার্সিটি অফ এগরিকালচারাল সায়েন্সের কনভোকেশনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী।
পরিকাঠামোগত উন্নয়নের একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন তিনি।

জোজিলা টানেলের ভিত্তিপ্রস্তর স্থাপন! প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে কড়া নিরাপত্তার বন্দোবস্ত

শনিবার দিনভর জম্মু ও কাশ্মীরে একাধিক অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। শ্রীনগর, জম্মু ও লে-তে রয়েছে একাধিক অনুষ্ঠান। জম্মু ও কাশ্মীরের জন্য একাধিক উপহারের কথা প্রধানমন্ত্রী ঘোষণা করবেন বলে জানা গিয়েছে।

শ্রীনগরে কিষেণগঙ্গা জলবিদ্যুৎ প্রকল্পকে জাতির উদ্দেশে উৎস্বর্গ করবেন প্রধানমন্ত্রী। প্রকল্পের রূপায়নে খরচ হয়েছে প্রায় ৫২০০ কোটি টাকা। কিষেণগঙ্গা বাঁধের ওপর ২৪ কিমি টানের তৈরির কাজ ছিল চ্যালেঞ্জের।

জম্মু ও কাশ্মীরে এনএইচপিসির ৭ টি বিদ্যুৎ প্রকল্প রয়েছে। কিষেণগঙ্গা এই তালিকায় যুক্ত হলে রাজ্যের বিদ্যুতের অবস্থা ভাল জায়গায় পৌঁছে যাবে।

শ্রীনগরে রিং রোডের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এটি তৈরি হলে বান্দিপুরা, উরি ও গান্ডেরবালের মধ্যে যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট উন্নত হবে।

জম্মুতে প্রধানমন্ত্রী মোদী জম্মু রিং রোড এবং পাকাল দুল বিদ্যুত প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন।

লে-তে জোজিলা পাসের কাজ শুরু করবেন প্রধানমন্ত্রী। ১১,৫৭৮ ফুট উঁচুতে থাকা শ্রীনগর-কার্গিল-লে জাতীয় সড়ক শীতকালে বন্ধ থাকে। জোজিলা পাস তৈরি হলে সুবিধা হবে। এটি তৈরিতে খরচ ধরা হয়েছে ৬০৮৯ কোটি টাকা।

English summary
PM Modi to lay foundation stone of Zojila Tunnel on the Srinagar-Leh National Highway
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X