For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'আপনার জমির দিকে কেউ চোখ তুলে তাকাতে পারবে না! ' বার্তা দিয়ে মোদী সরকার নিয়ে এল 'সম্পত্তি কার্ড'

'আপনার জমির দিকে কেউ চোখ তুলে তাকাকে পারবে না! ' বার্তা দিয়ে মোদী সরকার নিয়ে এল 'সম্পত্তি কার্ড'

  • |
Google Oneindia Bengali News

গ্রামে বাড়ি ও জমির অধিকার সংক্রান্ত নথি সেখানের মানুষের অধিকারে যেন থাকে, তেমন এক উদ্দেশ্য নিয়ে এবার সম্পত্তি কার্ড পেশ করলেন নরেন্দ্র মোদী। রবিবার এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এই কার্ডের প্রকল্প দেশে চালু করলেন প্রধানমন্ত্রী। আর কার্ড চালু করতে গিয়ে তিনি জানান, এই কার্ডের প্রকল্প নিয়ে তিনি নিজে খুবই উচ্ছ্বসিত । দেশবাসীর উদ্দেশে বার্তায় তিনি বলেন, ' এবার থেকে আপনার জমির দিকে কেউ চোখ তুলে তাকাকে পারবে না'। '

৬ টি রাজ্য ঘিরে উদ্যোগ

৬ টি রাজ্য ঘিরে উদ্যোগ

এই কার্ড চালুর পরই দেশের ৬ টি রাজ্যে ৭৬৩ টি গ্রামে মানুষকে পাঠানো হবে সিএমএস লিঙ্ক। আর সেই লিঙ্কে ক্লিক করে মোবাইলে ওই কার্ড ডাউনলোড করতে পারেবন মানুষ। যে ৬ টি রাজ্যে কার্ড দেওয়া হবে, তারা হল উত্তরপ্রদেশ, হরিয়ানা, মহারাষ্ট্র, উত্তরাখণ্ড, কর্ণাটক। উত্তরপ্রদেশের ৩৪৬, হরিয়ানার ২২১, মহারাষ্ট্রের ১০০, মধ্যপ্রদেশের ৪৪, উত্তরাখণ্ডের ৫০ ও কর্ণাটকের ২ টি গ্রামে এই কাজ হবে। প্রসঙ্গত এই কার্ডের হাত ধরে জমি কেনা ও বিক্রি করা সুবিধার হবে।

মহারাষ্ট্র ও কার্ড বিলি

মহারাষ্ট্র ও কার্ড বিলি

উল্লেখ্য, মহারাষ্ট্র ছাড়া বাকি ৫ টি রাজ্যে রবিবারই কার্ড বিলি হবে। সংশ্লিষ্ট রাজ্যর দায়িত্ব থাকবে এই কার্ড বিলির ক্ষেত্রে। এদিকে, মহারাষ্ট্রে টাকার বিনিময়ে কার্ড দেওয়ার প্রকল্প থাকায় এই কার্ড বিলির প্রক্রিয়ায় কিছুদিন সময় লাগবে বলে মনে করা হচ্ছে।

কবে গোটা দেশ সুবিধা পাবে সম্পত্তি কার্ডের?

কবে গোটা দেশ সুবিধা পাবে সম্পত্তি কার্ডের?

কেন্দ্রের তরফে জানানো হয়েছে ২০২৪ সালের মধ্যে গোটা দেশের বিভিন্ন মানুষের কাছে পৌঁছে যাবে কার্ড। সেই বছরে সারা দেশের ৬.৬২ লক্ষ মানুষ কার্ড পাবেন বলে মনে করা হচ্ছে।

 জমি নির্দিষ্টকরণ কিভাবে হয়েছে?

জমি নির্দিষ্টকরণ কিভাবে হয়েছে?

উন্নত প্রযুক্তি ও ড্রোন ব্যবহার করে মোদী সরকার বিভিন্ন গ্রামে মানুষের জমির সীমানা নির্দিষ্টকরার কাজ চালাচ্ছে। সেই কার্ডই মানুষের হাতে তুলে দেওয়া হবে। যে ৬ টি রাজ্যে আজ থেকে এই কার্ড চালু হচ্ছে, কার্ডের ধরন বাকি দেশের মানুষের কার্জের ধরনের থেকে একটু আলাদা হবে বলে খবর।

হাইকোর্টের সঙ্গে সম্মুখ সমরে মুখ্যমন্ত্রী! খোলা চিঠি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকেহাইকোর্টের সঙ্গে সম্মুখ সমরে মুখ্যমন্ত্রী! খোলা চিঠি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে

English summary
PM Modi Launches property cards Know what is SVAMITVA scheme
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X