For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২১-এর মঞ্চে মমতার তোপ, কিষাণ কল্যাণ সভায় মোদীর জবাব! দামামা বাজল '১৯ নির্বাচনের

২০১৯ এর লোকসভা নির্বাচনের আগে গতকাল অনাস্থা প্রস্তাবের ঘিরে কার্যত রাজনৈতিক শক্তি পরীক্ষার মুখোমুখি দাঁড়িয়েছিল বিজেপি।

  • |
Google Oneindia Bengali News

২০১৯ এর লোকসভা নির্বাচনের আগে গতকাল অনাস্থা প্রস্তাবের ঘিরে কার্যত রাজনৈতিক শক্তি পরীক্ষার মুখোমুখি দাঁড়িয়েছিল বিজেপি। লোকসভার আস্থা বিপুল ভোট জয়ের পরদিনই উত্তরপ্রদেশের রোজা এলাকায় জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যোগী-গড় উত্তরপ্রদেশে একটি কিষাণ কল্যাণ সভায় এদিন যোগ দেন মোদী। অন্যদিকে, ধর্মতলায় ২১ -এ জুলাইয়ের শহিদ স্মরণ জবাব থেকে বিজেপি-কে কড়া বার্তা দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়।

মোদীর বক্তব্য

২০১৯ লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। একদিকে যখন ধর্মতলায় ২১ জুলাইয়ের মঞ্চে বিজেপির বিরুদ্ধে একের পর এক তোপ দাগছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখন যোগী-গড় উত্তরপ্রদেশে বিজেপির কিষাণ কল্যাণ সভায় বিরোধীদের নিশানায় রেখে পদ্মশিবিরের মাটি পোক্ত করতে ব্যস্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

অনাস্থা নিয়ে মোদীর জবাব

লোকসভায় অনাস্থা প্রস্তাব নিয়ে বিরোধীদের কড়া জবাব মোদীর।

ধর্মতলার মঞ্চে মমতার তোপ-

বিজেপিকে দেশ ছাড়া করতে মমতা ডাক দেন ধর্মতলার মঞ্চ থেকে। ধর্মতলার মঞ্চ থেকে তিনি দিলেন এই রাজনৈতিক বার্তা।

কিষাণ বিকাশ নিয়ে মোদীর দাবি

কৃষক কল্যাণে নরেন্দ্র মোদী সরকার দেশে কী কী করেছে,তার খতিয়ান এদিন দিলেন মোদী।

দামামা বাজল লোকসভা নির্বাচনের

দামামা বাজল লোকসভা নির্বাচনের

ভারতীয় রাজনীতিতে একটি কথা প্রায়ই বলা হয়, তা হল,.. সংসদ দখলের পথ প্রস্তত হয় গো-বলয় দখল করলেই! আর এই গোবলয়ের একটা বিশাল অংশ দখল করে রয়েছে উত্তরপ্রদেশে। এখানের ৮০ টি লোকসভা কেন্দ্র দখলের মূল রাজনৈতিক অঙ্ক নির্ভর করে কৃষির উপর। কিছুদিন আগেই এই রাজ্য়ে ক্রমাগত জেগে উঠতে শুরু করে কৃষক অসন্তোষ । আর এদিন কৃষকদের সভায় যোগ দিতেই উত্তরপ্রদেশে নরেন্দ্র মোদী। তবে এরাজ্য থেকেও মমতার স্পষ্ট হুঙ্কার লড়াইয়ের ময়দান শক্ত করছে বিরোধী শিবিরও।

English summary
PM Modi is addressing Kisan Kalyan Rally at Shahjahanpur of UttarPradesh .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X