For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিষ্ণুর অবতার রূপেই মোদী, মন্তব্য বিজেপি নেতার! এমনই জবাব রাহুলের দলের

ভগবান বিষ্ণুর ১১ তম অবতার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনটাই মন্তব্য করলেন মহারাষ্ট্রের বিজেপির মুখপাত্র অভদূত ওয়াঘ। এই মন্তব্যের জের উপহাস করছে বিরোধীরা।

  • |
Google Oneindia Bengali News

ভগবান বিষ্ণুর ১১ তম অবতার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনটাই মন্তব্য করলেন মহারাষ্ট্রের বিজেপির মুখপাত্র অভদূত ওয়াঘ। এই মন্তব্যের জের উপহাস করছে বিরোধীরা। কংগ্রেস বলছে, এই মন্তব্যের জেরে ভগবানকেই অপমান করা হচ্ছে।

বিষ্ণুর অবতার রূপেই মোদী! মন্তব্যের জেরে বিজেপি নেতাকে জবাব রাহুলের দলের

মহারাষ্ট্রের বিজেপি মুখপত্র টুইটারে বলেছিলেন ভাগবান বিষ্ণুর এগারোতম অবতার হচ্ছেন নরেন্দ্র মোদী। এর পরে মহারাষ্ট্রের একটি সংবাদ মাধ্যেমে সাক্ষাৎকারে বলেন, দেশের মানুষ ভাগ্যবান যে, মোদীর মধ্যে ভগবানের মতো এক নেতা পেয়েছেন।

এদিকে এই মন্তব্যের পরেই রাজ্য কংগ্রেস মুখপাত্র অতুল লন্ধে বলেন, এই মন্তব্য করে ভগবানকেই অপমান করা হচ্ছে। তিনি বলেন, এই ধরনের মন্তব্য করে হারানো রাজনৈতিক জমি ফিরে পাওয়ার চেষ্টা করছে বিজেপি। তিনি মনে করেন না এই ধরনের মন্তব্যের কোনও গুরুত্ব আছে।

এনসিপি বিধায়ক জিতেন্দ্র আহাতও এই মন্তব্যের প্রেক্ষিতে বিজেপি মুখপাত্রকে আক্রমণ করেছেন। অভদূত ওয়াঘকে আক্রমণ করে তিনি বলেছেন, এশিয়ার অন্যতম প্রাচীন ইঞ্জিনিয়ারিং কলেজ বীরমাতা জিজাবাই টেকনোলজিক্যাল ইনস্টিটিউট থেকে স্নাতক ওয়াঘ। তার এই সার্টিফিকেট খতিয়ে দেখা উচিত বলে মন্তব্য করেছেন তিনি। এই ধরনের মন্তব্য তাঁর কাছ থেকে আশা করা যায় না বলে মন্তব্য করেছেন তিনি।

মুম্বইয়ের অন্যতম ইঞ্জিনিয়ারিং কলেজ হল বীরমাতা জিজাবাই টেকনোলজিক্যাল ইনস্টিটিউট। যা স্থাপিত হয়েছিল ১৮৮৭ সলে। তখন নাম ছিল ভিক্টোরিয়া জুবিলি টেকনিক্যাল ইনস্টিটিউট। ১৯৯৭-এর ২৬ জানুয়ারি থেকে নতুন নামে পরিচিত হয় এটি।

English summary
PM Modi Is 11th Avatar Of Lord Vishnu," Says Maharashtra BJP Leader Avadhut Wagh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X