For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লির রামলীলা ময়দানে মোদীর সভায় পাক জঙ্গি-হামলার গোপন খবর! কোন 'কোড' দিলে মিলছে প্রবেশাধিকার

  • |
Google Oneindia Bengali News

পাকিস্তানের জঙ্গি সংগঠনের তরফে এবার দিল্লির রামলীলা ময়দানে মোদীর ওপর হামলার ছক কষা হয়েছে। এমন খবর গত শুক্রবারই প্রকাশিত হয়। ভারতীয় গোয়েন্দা সূত্রে জানানো হয়েছে, বহুদিন ধরেই পাকিস্তানের একাধিক জঙ্গি শিবির সন্ত্রাসবাদী হামলার জন্য মোদীকে টার্গেটে রেখেছে। এমন পরিস্থিতিতে আজ দিল্লি নির্বাচনের আগে দিল্লির রামলীলা ময়দান থেকে বিজেপি শুরু করবে প্রচার পর্ব। স্বয়ং মোদী সহ উপস্থিত থাকতে চলেছেন একাধিক বিজেপি মন্ত্রী।

 'কিউআর' কোড দিলে তবেই হচ্ছে এন্ট্রি!

'কিউআর' কোড দিলে তবেই হচ্ছে এন্ট্রি!

দিল্লিতে মোদীর সভায় আজ জঙ্গি হামলার গোপন খবর রয়েছে ভারতীয় গেয়েন্দাদের কাছে আর তার জেরেই নিরাপত্তা আটোসাঁটো করা হয়েছে গোটা দিল্লিতে। কার্যত নিরাপত্তার দূর্গে পরিণত হয়েছে দিল্লি। এমন পরিস্থিতিতে রামলীলা ময়দানে প্রবেশ করতে গেলে বিশেষ কিউআর কোড দিয়ে তবেই মোদীর সভায় প্রবেশ করতে দেওয়াা হচ্ছে।

 অ্যান্টি ড্রোন পরিষেবা চালু

অ্যান্টি ড্রোন পরিষেবা চালু


ড্রোন দিয়ে মোদীর সভাস্থল পরদর্শনের পাশপাশি, অ্যান্টি ড্রোন দিয়ে গোটা এলাকা ছেয়ে ফেলা হয়েছে। এই অ্যান্টি ড্রোন প্রযুক্তির ফলে কোনও মতেই সেখানে ড্রোনের মাধ্যমে কেউ হামলা চালাতে পারবেনা। এজন্য ২০ জন ডিসিপি স্তরের অফিসার সেখানে রয়েছেন।

 ৫০০০ জনের জমায়েতের সম্ভবনা

৫০০০ জনের জমায়েতের সম্ভবনা

এদিন মোদীর সভা ঘিরে প্রায় ৫হাজার জনের জমায়েতে র সম্ভবনা রয়েছে রামলীলা ময়দানে। আর এই ৫ হাজার জনকে সামলাতে কার্যত হাাজার নিরাপত্তা কর্মী মোতায়েন রয়েছে এলাকায়।

 ৪০ কম্পানি আধাসেনা

৪০ কম্পানি আধাসেনা

দিল্লির বিভিন্ন প্রান্তে মোতায়েন করা হয়েছে আধাসেনা। কেবলমাত্র প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য ৪০ কম্পানি আধাসেনা মোতায়েন করা হয়েছে। দিল্লির বিভিন্ন প্রান্তের নিরাপত্তা খতিয়ে দেখছেন একাধিক পুলিশ অফিসার। নাকা চেকিং চলছে গোটা দিল্লি জুড়ে ।

English summary
PM Modi in RamLeela Maidan , QR code to get entry after terror threat.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X