'আগামী দশকে ভারতকে এগিয়ে নিয়ে যাবে যুবসমাজ', মন কি বাত-এ বার্তা মোদীর
আজ, রবিবার চলতি বছরের শেষ মন কি বাত অনুষ্ঠানে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানের ৬০তম সংস্করণ এদিন সকাল ১১টায় অল ইন্ডিয়া রেডিও এবং দূরদর্শন নেটওয়ার্কে এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হয়।
|
যুব সম্প্রদায়ের প্রশংসায় প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেন, 'বর্তমানে যুব সম্প্রদায় আগের থেকে পুরো আলাদা। তাঁরা পরবর্তী শতকের জন্য চিন্তা ভাবনা করেন। তাঁরা সোশ্যাল মিডিয়া অনুরাগী। এখনকার যুবসমাজের সবাই জেড প্রজন্মের। আগামী দশকে এই যুব সম্প্রদায়ই দেশের চালিকাশক্তি হয়ে উঠবে। এখনকার যুব সম্প্রদায় নিয়ম, শৃঙ্খলায় বিশ্বাসী। প্রায় সব বিষয় সম্পর্কে তাঁরা খোঁজখবর রাখেন। তাঁরা নিজস্ব মতামতও ব্যক্ত করে নির্ভীক ভাবে। এই যুব সম্প্রদায় স্বজনপোষণ, সরকারের স্থায়িত্বের অনিশ্চয়তা, বিশৃঙ্খলা পছন্দ করে না।'
|
শতাব্দীর তৃতীয় দশককে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী
প্রধআনমন্ত্রী আরও বলেন, 'আজ যুব সম্প্রদায়ের থেকে ভারতের অনেক আশা। তারা দেশকে মহৎ উচ্চতায় নিয়ে যাবে। আর তিন দিন পর ২০১৯ আমাদের বিদায় জানাবে। আমার পৌঁছে যাব এক নতুন বছর ও নতুন দশকে। একবিংশ শতাব্দীর তৃতীয় দশক। যারা একবিংশ শতাব্দীতে জন্মেছে আগামী দশক তাদের দেশের উন্নতিতে সক্রিয় ভূমিকা পালন করতে দেখবে।'
|
বিহারে স্বাস্থ্য শিবির আয়োজন করার উদ্যোগের প্রশংসা
পশ্চিম বিহারের চম্পারণ জেলায় একটি স্কুলের প্রাক্তনীরা সরকারি উদ্যোগ ছাড়াই একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছে, সেই বিষয়েও এদিন কথা বলেন প্রধানমন্ত্রী। এই উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, 'আমি কয়েকদিন আগে জানতে পারি বিহারের ভৈরবগঞ্জের বিষয়ে। বিহারের পশ্চিম চম্পারণ জেলায় একটি স্কুলের প্রাক্তনীরা সরকারি উদ্যোগ ছাড়াই একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছে। এটি কোনও সরকারি সাহয়তা ছাড়াই তাঁরা করেছেন। পার্শ্ববর্তী গ্রাম থেকেও সেখানে কয়েক হাজার মানুষ চিকিৎসা করাতে আসেন।'

সূর্যগ্রহণ নিয়েও কথা বলেন
সূর্যগ্রহণ নিয়েও তিনি কথা বলেছেন। তিনি জানিয়েছেন ২৬ তারিখে কোঝিকোড় থেকে গ্রহণ দেখা গিয়েছে। কিন্তু দিল্লির আকাশ মেঘলা হওয়ায় তা দেখা যায়নি। পশ্চিম বিহারের চম্পারণ জেলায় একটি স্কুলের প্রাক্তনীরা সরকারি উদ্যোগ ছাড়াই একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছে, তারও উল্লেখ এ দিন করেন প্রধানমন্ত্রী।
এবার দুগ্ধজাত পণ্য গুলির মূল্য বৃদ্ধিতে রাশ টানতে বৈঠকে কেন্দ্র