For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লকডাউন আরও ২ সপ্তাহ বাড়ানোর ইঙ্গিত মোদীর! ২,৩ দিনের মধ্যেই নতুন গাইডলাইন, বললেন প্রধানমন্ত্রী

দেশ জুড়ে লকডাউন আরও ২ সপ্তাহ বাড়ানো হতে পারে। এমনটাই ইঙ্গিত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন।

  • |
Google Oneindia Bengali News

দেশ জুড়ে লকডাউন আরও ২ সপ্তাহ বাড়ানো হতে পারে। এমনটাই ইঙ্গিত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে তিনি বলেন, মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলে তাঁর মনে হয়েছে, লকডাউন আরও বাড়ানোর প্রয়োজন। মুখ্যমন্ত্রীদের তিনি বলেছেন, ফোন সময়সময় খোলা রয়েছে। তাঁকে যে কোনও সময় ফোন করা যেতে পারে।

 বেশিরভাগ রাজ্যের দাবি লকডাউন বাড়ানো হোক

বেশিরভাগ রাজ্যের দাবি লকডাউন বাড়ানো হোক

ওড়িশা ও পঞ্জাব সরকার সেই রাজ্যে লকডাউনের সময়সীমা আপাতত ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে।
লকডাউনের মেয়াদ বাড়ানোর দাবি করেছে বেশ কয়েকটি রাজ্য। সেইসব রাজ্যগুলির মধ্যে রয়েছে উত্তর প্রদেশ, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, কর্নাটকের মতো রাজ্যগুলি লকডাউনের মেয়াদ বৃদ্ধির দাবি করে বলেছে, লকডাউন বাড়ানো হলে পরিস্থিতির মোকাবিলা করা সহজ হবে। এই তালিকায় রয়েছে রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, পণ্ডিচেরীও। পশ্চিমবঙ্গও লকডাউন বৃদ্ধির দাবি করেছে।

মুখ্যমন্ত্রীরা যে কোনও সময় ফোন করতে পারেন

মুখ্যমন্ত্রীরা যে কোনও সময় ফোন করতে পারেন

এদিনের বৈঠকে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীদের উদ্দেশে জানিয়েছেন, তিনি 24x7 মন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং অফিসারদের সাহায্য করতে তৈরি। মুখ্যমন্ত্রীরা প্রয়োজন মনে করলে যে কোনও সময় তাঁকে ফোন করতে পারেন বলে জানিয়েছেন মোদী। মুখ্যমন্ত্রীদের উদ্দেশে তিনি বলেন, দেশে করোনা ভাইরাসের মোকাবিলায় রোড ম্যাপ তৈরিতে সাহায্যের জন্য। বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন প্রধানমন্ত্রী।

২-৩ দিনের মধ্যে নতুন গাইডলাইন

২-৩ দিনের মধ্যে নতুন গাইডলাইন

প্রধানমন্ত্রী এদিনের ভিডিও কনফারেন্সে জানিয়েছেন, ২-৩ দিনের মধ্যে নতুন গাইডলাইন তৈরি হয়ে যাবে। তারপরেই এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে।

প্রধানমন্ত্রীর ইঙ্গিত

প্রধানমন্ত্রীর ইঙ্গিত

শনিবারের এই বৈঠকের আগে বুধবার রাজনৈতিকদলগুলির লোকসভা ও রাজ্যসভার নেতাদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন। সেখানে তিনি লকডাউন ১৪ এপ্রিল না তোলার ব্যাপারে ইঙ্গিত করেছিলেন। এদিন তিনি জানান, বেশিরভাগ মুখ্যমন্ত্রীই লকডাউন না তুলতে প্রধানমন্ত্রীর কাছে দরবার করেছেন। তবে সূত্রের খবর অনুযায়ী, একমাত্র মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী লকডাউন তুলতে সওয়াল করেছেন।

English summary
PM Modi hints at CMs conference that lockdown may be extended for another two weeks
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X