For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ভোট কাকে দিচ্ছেন ক্যামেরা বসিয়ে জানতে পারবেন মোদী', ভোটারদের হুমকির সুরে বিজেপি নেতা আরও যা বললেন

সপ্তদশ লোকসভা নির্বাচনের ভোটযুদ্ধ ঘিরে আপাতত তপ্ত দেশের রাজনৈতিক পরিস্থিতি। একাধিক দল নিজেদের ভোট প্রচারের প্রস্তুতি ঘিরে তুঙ্গে রেখেছে আলোচনা।

  • |
Google Oneindia Bengali News

সপ্তদশ লোকসভা নির্বাচনের ভোটযুদ্ধ ঘিরে আপাতত তপ্ত দেশের রাজনৈতিক পরিস্থিতি। একাধিক দল নিজেদের ভোট প্রচারের প্রস্তুতি ঘিরে তুঙ্গে রেখেছে আলোচনা । এরই মধ্যে গুজরাতে ভোট প্রচারে বিতর্কের পারদ চ়ড়িয়ে দিয়ে ফতেবপুরার বিজেপি বিধায়ক দাবি করেছেন , কে কাকে ভোট দিচ্ছে তা দেখতে পাবেন মোদী!

ভোট কাকে দিচ্ছেন জানতে পারবেন মোদী, ভোটারদের হুমকির সুরে বিজেপি বিধায়ক আরও যা বললেন

ফতেহপুরের বিজেপি প্রার্থী জসওয়ান্ত সিং ভাবোর। তাঁর হয়ে প্রচারে নামেন এলাকার বিজেপি বিধায়ক রমেশ কাটারা। রমেশ কাটারা ভোটারদের কার্যত হুমকির সুরে বলতে থাকেন, 'কে বিজেপি-কে ভোট দিচ্ছেন, আর কে কংগ্রেসকে তা জানা যবে। আধার কার্ড সহ সমস্ত কার্ডে এখন ছবি রয়েছে। যদি এই বুথ থেকে কম ভোট পড়ে, তাহলে তা জানতে পারবেন মোদী-সাহেব। তখন আর কাজ পাবেননা। '

রমেশ কাটারার দাবি , কে কাকে ভোট দিচ্ছে তা দেখার জন্য পোলিং বুথে ক্যামেরা থাকবে। আর প্রধানমন্ত্রী মোদী তা দেখতে পাবেন। তিনি বলেন,'কে কাকে ভোট দিচ্ছে দেখার জন্য মোদী সাহেব ক্যামেরা লাগিয়েছেন বুথে।' এরপরই তাঁর হুমকি, বিজেপির প্রার্থী জসওয়ান্ত ভাবোরকেই ভোট দিতে হবে। আর সঠিকভাবে দেখেশুনে পদ্মফুলের পাশের বোতামকেই টিপতে হবে। 'ভুল করা চলবে না' বলে হুমকি দেন রমেশ কাটারা।

English summary
PM Modi has installed cameras at polling booths, claims Gujarat BJP MLA, threatens voters.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X