For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ভুয়ো খবর' বিতর্কে সরকারের অবস্থান স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

ভুয়ো খবর বা ফেক নিউজ বিতর্কে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানিয়ে দিলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক যে নির্দেশ দিয়েছে তা বাতিল করতে হবে।

  • |
Google Oneindia Bengali News

ভুয়ো খবর বা ফেক নিউজ বিতর্কে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানিয়ে দিলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক যে নির্দেশ দিয়েছে তা বাতিল করতে হবে। বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল কোনও সাংবাদিক ফেক নিউজ বা ভুয়ো খবর ছড়ালে সংশ্লিষ্ট সাংবাদিকের সরকারি স্বীকৃতি বাতিল করা হবে।

ভুয়ো খবর বিতর্কে সরকারের অবস্থান স্পষ্ট করলেন মোদী

এই ঘটনার পর নানা মহল থেকে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। অনেকেই কেন্দ্রের সিদ্ধান্তের প্রতিবাদ জানান। কেন্দ্র সাংবাদিকদের কাজে হস্তক্ষেপ করছে বলে জানানো হয়। সেই প্রেক্ষিতেই নরেন্দ্র মোদী সিদ্ধান্ত প্রত্যাহারের কথা জানিয়েছেন।

এই বিষয়টি প্রেস কাউন্সিল ও ন্যাশনাল ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশন বিবেচনা করে সিদ্ধান্ত নেবে বলে প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিজ্ঞপ্তি তুলে নেওয়ার কথা জানানো হয়েছে।

মালয়েশিয়ায় ভুয়ো খবর ছড়ানোর ঘটনায় আইন করে শাস্তির ব্যবস্থা করা হয়েছে। সেই দেখে গাইডলাইন সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকারও। তার প্রেক্ষিতেই তথ্য ও সম্প্রচার মন্ত্রক দোষী সাংবাদিকের সরকারি স্বীকৃতি সাময়িক স্থগিত রাখা থেকে পাকাপাকি বাতিলের সুপারিশ করে। তার প্রেক্ষিতেই বিতর্ক থামাতে এবার আসরে নামলেন প্রধানমন্ত্রী।

English summary
Prime Minister has directed that the press release regarding fake news be withdrawn and the matter should only be addressed in Press Council of India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X