For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অযোধ্যায় রাম মন্দিরের জন্য ৬৭ একর জমি দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর

রাম মন্দির নিয়ে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এদিন বারানসীতে জানিয়েছেন, নতুন গঠিত রাম মন্দির ট্রাস্টের হাতে অযোধ্যার ৬৭ একর জমি তুলে দেওয়া হবে।

  • |
Google Oneindia Bengali News

অযোধ্যায় রাম মন্দির নিয়ে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এদিন বারানসীতে জানিয়েছেন, নতুন গঠিত রাম মন্দির ট্রাস্টের হাতে অযোধ্যার ৬৭ একর জমি তুলে দেওয়া হবে। প্রসঙ্গত ভগবান রামের জন্মস্থান অযোধ্যায় মন্দির নির্মাণের তদারকিতে রাম মন্দির ট্রাস্টকেই লদায়িত্ব দেওয়া হয়েছে।

বারানসীতে ঘোষণা প্রধানমন্ত্রীর

বারানসীতে ঘোষণা প্রধানমন্ত্রীর

এদিন একগুচ্ছ কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রী নিজের নির্বাচনী কেন্দ্র বারানসীতে গিয়েছেন। সেখানেই তিনি রামমন্দির তৈরি জন্য জমি নির্দিষ্ট ট্রাস্টের হাতে তুলে দেওয়ার কথা ঘোষণা করেন।

আগেই ৬৭ একর জমি অধিগ্রহণ

আগেই ৬৭ একর জমি অধিগ্রহণ

কেন্দ্র আগেই এই ৬৭ একর জমি অধিগ্রহণ করেছিল। আগে এই জমিটি ঠিল বিতর্কিত। সুপ্রিম কোর্ট জানিয়েছিল জমিটি ততক্ষণ কেন্দ্রের অধীনে থাকবে, যতক্ষণ না পর্যন্ত এর বিতর্কের কোনও নিষ্পত্তি হচ্ছে।

মানুষের সংস্কৃতি এবং ঐতিহ্যকে গুরুত্ব

মানুষের সংস্কৃতি এবং ঐতিহ্যকে গুরুত্ব

প্রধানমন্ত্রী এদিন বলেন, ভারত দেশ হিসেবে কখনও কে জিতল, কে হারল তা দিয়ে নিরুপণ হয়নি। মানুষের সংক্ৃতি ও ঐতিহ্য দিয়েই তার নিরুপণ হয়েছে।

দিনদয়ালের মূর্তির আবরণ উন্মোচন

দিনদয়ালের মূর্তির আবরণ উন্মোচন

প্রধানমন্ত্রী এদিন পণ্ডিত দিন দয়াল উপাধ্যায়ের ৬৩ ফুট উঁচু মূর্তির আবরণ উন্মোচন করেন। এছাড়াো তিনি মহাকাল এক্সপ্রেসের যাত্রারও সূচনা করেন।

English summary
PM Modi has announced Central Govt will hand over 67 acre of land to the Ram Temple Trust.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X