For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি গড় বাঁচাতে এবার নামছেন মোদী, রাজস্থান ও মধ্যপ্রদেশে প্রচারের ঝড় তুলবে গেরুয়া শিবির

মধ্যপ্রদেশ ও সঙ্গে রাজস্থান বাঁচাতে কোমর বেঁধে আসরে নামছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

  • |
Google Oneindia Bengali News

রাজস্থান, মধ্যপ্রদেশে বিজেপির সরকার রয়েছে। এবং যা খবর তাতে সরকারের বিরুদ্ধে মানুষের উষ্মা রয়েছে। ফলে চাপ রয়েছে। সরকার পড়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। এই অবস্থায় বিজেপির শক্ত ঘাঁটি বলে পরিচিত মধ্যপ্রদেশ ও সঙ্গে রাজস্থান বাঁচাতে কোমর বেঁধে আসরে নামছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্গে তিনি প্রচার করবেন তেলাঙ্গানাতেও। যদিও সেখানে বিজেপি সরকারে আসতে পারবে সেই নিশ্চয়তা নেই।

রাজস্থানে ও মধ্যপ্রদেশে ১০টি করে জনসভা

রাজস্থানে ও মধ্যপ্রদেশে ১০টি করে জনসভা

নরেন্দ্র মোদী রাজস্থানে ও মধ্যপ্রদেশে ১০টি করে জনসভা করবেন বলে জানা গিয়েছে। মাঝে রাজস্থানের প্রচারের ফাঁকে বিদেশ সফরে চলে যাবেন মোদী। তবে এবার ফিরে এসে জোরকদমে প্রচারের কাজে নামবেন।

আলওয়ার থেকে প্রচার শুরু

আলওয়ার থেকে প্রচার শুরু

মধ্যপ্রদেশে ২৩০টি ও রাজস্থানে ২০০টি আসনে ভোট হচ্ছে। নভেম্বরের ২৫ তারিখ আলওয়ার থেকে প্রচার শুরু করবেন মোদী। সেদিনই বিদিশা ও জব্বলপুরেও সভা করবেন প্রধানমন্ত্রী।

রাজস্থানে প্রচার

রাজস্থানে প্রচার

পরের দিন রাজস্থানের ভিলওয়াড়া, কোটা ও বানেশ্বর ধামে মোদীর সভা রয়েছে। সেদিন রাহুল গান্ধীও রাজস্থানে সভা করবেন। তিনি আজমেঢ়, জালোর ও যোধপুরে সভা করবেন।

পরপর সভা

পরপর সভা

২৮ নভেম্বর ফের রাজস্থানে যাবেন মোদী। নাগাউর ও ভরতপুরে তিনি সভা করবেন। সেদিনই দিল্লি ফিরে জি-২০ সম্মেলনের জন্য মোদী আর্জেন্তিনা উড়ে যাবেন। পাঁচ দিনের সফর সেরে ফিরে ফের রাজস্থানে প্রচার করবেন।

যাবেন তেলাঙ্গানায়ও

যাবেন তেলাঙ্গানায়ও

রাজস্থানে ফিরে এসে সিকার, হনুমানগড় ও জয়পুরে প্রধানমন্ত্রী মোদী সভা করবেন। পাশাপাশি তেলাঙ্গানায় তিনটি সভা করার কথা রয়েছে তাঁর। তবে সেই সভাস্থল এখনও ঘোষণা হয়নি।

English summary
PM Modi to do 10 rallies in Rajasthan, same as Madhya Pradesh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X