For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আবুধাবির রাজপুত্র কী বললেন তার বিন্দুবিসর্গ বুঝলেন না প্রধানমন্ত্রী মোদী!

আবুধাবির রাজপুত্র সাংবাদিক সম্মেলনে কী বললেন তার বিন্দুবিসর্গ বুঝতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনকী সাংবাদিক সম্মেলনে উপস্থিত অধিকাংশ মানুষই শেখ মহম্মদের ভাষা বুঝতে পারেননি।

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২৫ জানুয়ারি : প্রজাতন্ত্র দিবসে এবছরের প্রধান অতিথি হয়ে এসেছেন সংযুক্ত আরব আমিরশাহীর আবুধাবির রাজপুত্র শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহইয়ান। আর তার সঙ্গে মিলে যৌথ সাংবাদিক সম্মেলনও করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তবে ঘটনা হল, আবুধাবির রাজপুত্র সাংবাদিক সম্মেলনে কী বললেন তার বিন্দুবিসর্গ বুঝতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনকী সাংবাদিক সম্মেলনে উপস্থিত অধিকাংশ মানুষই শেখ মহম্মদের ভাষা বুঝতে পারেননি। কারণ তিনি নিজের মাতৃভাষা আরবিতে বক্তব্য রাখেন।

আবুধাবির রাজপুত্র কী বললেন তার বিন্দুবিসর্গ বুঝলেন না মোদী!

সাধারণত দুই দেশের উচ্চপর্যায়ের বৈঠকে দোভাষীর ব্যবহার করা হয়। তিনিই বক্তব্য সকলের বোধগম্য ভাষা বা ইংরেজিতে সকলকে পড়ে বা বলে শোনান। এদিনও সেই ব্যবস্থা ছিল। তবে যিনি দোভাষীর কাজে নিযুক্ত ছিলেন তিনি ট্রাফিকে আটকে পড়ে সময় সাংবাদিক সম্মেলনে পৌঁছতে পারেননি।

যদিও পরে আবুধাবির রাজপুত্রের বক্তব্যের লেখা অনুবাদ সকলের হাতে তুলে দেওয়া হয়। তবে এই ঘটনায় অনেকেই অবাক হয়ে গিয়েছেন।

শেখ মহম্মদ বিন জায়েদ এদিন বক্তব্যের শুরুতে 'আসসালাম ওয়ালেকুম' বলে শুরু করেন। তবে তার পরের তিন মিনিটে তিনি যা বলেন তা পুরোটাই আরবি ভাষায়। যা শুনতে শুনেত সভা ঘরে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে থাকেন। যদিও বক্তব্য শেষে করতালি দিয়ে সকলে অভিনন্দনও জানান।

English summary
Prime Minister Narendra Modi didn't understand what India's Republic Day guest Abu Dhabi's Crown Prince Sheikh Mohammad bin Zayed Al Nahyan spoke in his native Arabic.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X